কথায়, খুনসুটিতে টিকাগ্রহণকারীদের সাহস দিলেন প্রধানমন্ত্রী

প্রকাশিত: ২৮ জানুয়ারি ২০২১, ০১:৪৯ এএম
করোনার টিকা কার্যক্রমের শুরু মধ্য দিয়ে দেশে শুরু হলো নতুন যাত্রা। সেই কার্যক্রমের উদ্বোধন করে প্রধানমন্ত্রী শেখ হাসিনা টিকা গ্রহণকারীদের সাহস জোগালেন, উৎসাহ দিলেন নানা কথায়। বললেন, আগে সবাই টিকা পাক, তারপর নেবেন তিনি। রুনু ভেরোনিকা কস্তা। কুর্মিটোলা জেনারেল হাসপাতালের সিনিয়র স্টাফ নার্স। যিনি এখন দেশের ইতিহাসের অংশ। নিলেন করোনার প্রথম টিকা। এ সময়, নানান খুনসুটিতে তাকে সাহস দেন প্রধানমন্ত্রী। দ্বিতীয় টিকাটি নেন, এই হাসপাতালেরই চিকিৎসক ডাক্তার লুৎফুল মোবেন। তৃতীয় টিকা নেন, স্বাস্থ্য অধিদপ্তরের অতিরিক্ত মহাপরিচালক নাসিমা বেগম। একইভাবে তাকেও সাহস যোগান শেখ হাসিনা। চতুর্থ টিকাটি নেন, মতিঝিল বিভাগের ট্রাফিক পুলিশ, মোহাম্মদ দিদারুল ইসলাম। পঞ্চম টিকাটি নেন, বাংলাদেশ সেনাবাহিনীর ব্রিগেডিয়ার জেনারেল এম ইমরান হামিদ। প্রথম দিন টিকে দেয়া হচ্ছে ৩০ জনকে। প্রথম ধাপে টিকা পাওয়ার ক্ষেত্রে অগ্রাধিকার পাবেন ডাক্তার, নার্স, স্বাস্থ্যকর্মী ছাড়াও পুলিশ, সেনাবাহিনী, গণমাধ্যমকর্মীসহ বিভিন্ন শ্রেণিপেশার মানুষ। বৃহস্পতিবার ঢাকার পাঁচটি হাসপাতালের ৪০০ থেকে ৫০০ জনকে টিকা দেয়া হবে। সারাদেশে টিকাদান কার্যক্রম শুরু হবে আগামী ৭ ফেব্রুয়ারি। বুধবার প্রধানমন্ত্রী টিকা উদ্বোধনের পর থেকেই টিকার নিবন্ধন শুরু হয়ে যায়। এ ছাড়া স্বাস্থ্যকেন্দ্রে গিয়েও টিকার নিবন্ধন করা যাবে।

বিডি২৪লাইভ ডট কম’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

পাঠকের মন্তব্য: