বগুড়ায় বিএনপির ৪৬ নেতার আগাম জামিন

প্রকাশিত: ২৮ জানুয়ারি ২০২১, ০৪:১৯ এএম
আব্দুল ওয়াদুদ, বগুড়া থেকে: বগুড়ার আদমদীঘির সান্তাহার পৌরসভার নির্বাচনকে কেন্দ্র করে মেয়র তোফাজ্জল হোসেন ভুট্টু সমর্থিত ৪৬ বিএনপি নেতাকর্মীর এক মাসের আগাম জামিন মঞ্জুর করে আদেশ দিয়েছেন হাইকোর্ট। বুধবার (২৭ জানুয়ারি) হাইকোর্টের বিচারপতি হাবিবুল গনি ও বিচারপতি মো. রিয়াজ উদ্দিন খানের সমন্বয়ে গঠিত বেঞ্চ এই আদেশ দেন। সেই সাথে হাইকোর্ট জামিনের মেয়াদ শেষে তাদেরকে নিম্ন আদালতে আত্মসমর্পণ করতে নির্দেশ দেন। বুধবার (২৭ জানুয়ারি) সন্ধায় বিষয়টি মেয়র তোফাজ্জল হোসেন ভুট্টু নিজেই জানিয়েছেন। তিনি আরো জানান, আদালতে আবেদনের পক্ষে শুনানি করেন অ্যাডভোকেট আসাদুজ্জামান। এ ছাড়াও তার সঙ্গে ছিলেন অ্যাডভোকেট আজমল হোসেন খোকন।আজমল হোসেন খোকন মুঠোফোনে বলেন, ‘তোফাজ্জল হোসেন বিএনপির মনোনয়ন নিয়ে গত ১৬ জানুয়ারি মেয়র পদে নির্বাচিত হন। কিন্তু এর আগে ১১ জানুয়ারি নৌকার নির্বাচনী ক্যাম্প পুরে ফেলা ও প্রধানমন্ত্রীর ছবি ভাঙচুর ঘটনায় অভিযোগ আনা হয় তার নেতাকর্মীদের বিরুদ্ধে।’ ‘এই অভিযোগে ১২ জানুয়ারি দুপুরে আওয়ামী লীগ প্রার্থী আশরাফুল ইসলাম মন্টু বাদী হয়ে বিশেষ ক্ষমতা আইনে উপজেলা বিএনপির আহবায়ক কমিটির অন্যতম সদস্য মাহফুজুল হক টিকন, বিএনপি প্রার্থীর ছোট ভাই মাহবুবুর রহমান রেন্টু, যুবদল নেতা মামুনুর রশিদ মামুন, প্যাভেলসহ বিএনপির ৪৬ নেতাকর্মীর নামে মামলা দায়ের করেন। সেই মামলায় বুধবার এক মাসের আগাম জামিন পান বিএনপির ৪৬ নেতাকর্মীরা।’ অ্যাডভোকেট খোকন আরও বলেন, অভিযুক্তরা হাইকোর্টে হাজির হয়ে এক মাসের জামিন পান। এক মাস পর ওই ৪৬ জনকে বিচারিক (নিম্ন) আদালতে আত্মসমর্পণ করতে হবে। এ সময় তাদের সঙ্গে মেয়রও উপস্থিত ছিলেন।

বিডি২৪লাইভ ডট কম’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

পাঠকের মন্তব্য: