‘শেখ হাসিনার নেতৃত্বে পার্লামেন্ট নামে একটা রাবার স্টাম্প তৈরি করা হয়েছে’

প্রকাশিত: ২৮ জানুয়ারি ২০২১, ০৮:২৫ পিএম
নির্বাচন সত্যিকার অর্থে তামাশা ও উপহাসের জায়গায় পরিণত হয়েছে বলে মন্তব্য করেছেন বিএনপির যুগ্ম মহাসচিব ও সংসদ সদস্য হারুন অর রশিদ। সম্প্রতি একটি বেসরকারি টেলিভিশনের টকশো অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন। হারুন অর রশিদ বলেন, ‘প্রধান নির্বাচন কমিশন কখন কি বলছেন এটি পুরো জাতি ভালো করে জানেন। উনি মার্কিন নির্বাচন ব্যবস্থা থেকেও বাংলাদেশের নির্বাচন ব্যবস্থাকে উন্নত বলেছে। ট্রাম্প যে কখন এসে হাজির হয়ে যাবে। এসে বলবে তোমরা এখানে কি ভাবে নির্বাচন করছো? তোমাদেরকে আমেরিকায় নিয়ে যাওয়া দরকার।’ তিনি বলেন, ‘আজকে প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে পার্লামেন্ট নামে একটা রাবার স্টাম্প তৈরি করা হয়েছে। এখানে সত্যিকার অর্থে কোন বিরোধী দল নাই। খুব স্পষ্ট ভাবেই বলছি। আমি দায়িত্ব নিয়েই বলছি আজকে যারা বিরোধী দল হচ্ছেন তারা কিন্তু বিরোধী দল নয়। তারা হচ্ছেন মহাজোটের শরিক এবং ২০১৮ সালে নির্বাচন করেছেন একসাথে। বিএনপির এই সাংসদ বলেন, আজকে অধিকাংশ জায়গায় আওয়ামী লীগের প্রার্থীকে জাতীয় পার্টি সমর্থন দিচ্ছে। আজকে সারা বাংলাদেশে দু চার জায়গায় যেখানে জাতীয় পার্টির সমর্থন আছে সেখানে তারা প্রার্থী দিচ্ছে। বাকি জায়গায় কিন্তু মহা জোটের শরিক হিসেবেই সরকারি দলের প্রার্থীদেরকেই তারা সমর্থন দিচ্ছে। নির্বাচনে সময় গ্রেফতার এমন সিদ্ধান্ত আপনাকে কেন নিতে হবে। অতীতের কোন নির্বাচনে তো এমন ইতিহাস নেই। আজকে সরকারকে সিদ্ধান্ত নিতে হবে বিএনপি কি নির্বাচনে থাকবে, নাকি থাকবে না। ২০১৪ সালে আমরা নির্বাচন করিনি দেশের ইতিহাস তো ভালো নয়। ১৫৪ জন এমপি বিনা ভোটে নির্বাচিত হয়েছে। বাকি আসনগুলোতে কিন্তু ৫ শতাংশ ভোটও পড়েনি। এখন বিএনপি নির্বাচনে যাচ্ছে অংশগ্রহণ করছে এটি যদি সরকার না চায় যে, না বিএনপিকে নির্বাচনে রাখবো না। বিএনপিকে নির্বাচনে থাকতে হবে না। সেটা সরাসরি বলে দিতে পারে।

বিডি২৪লাইভ ডট কম’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

পাঠকের মন্তব্য: