প্রাইভেটকারের ভেতর মিলল ২৫০ বোতল ফেনসিডিল, গ্রেফতার ১

প্রকাশিত: ২৮ জানুয়ারি ২০২১, ১০:৩৬ পিএম
এম এইচ সৈকত, নারায়ণগঞ্জ থেকে: নারায়ণগঞ্জের সোনারগাঁও থানাধীন কাঁচপুর এলাকা থেকে ২৫০ বোতল ফেনসিডিলসহ রুবেল হোসেন (২৮) নামে একজন মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে র‍্যাব। বৃহস্পতিবার (২৮ জানুয়ারি) ভোর সাড়ে ৪ টায় উপজেলার কাঁচপুর সিএনজি এন্ড রিফিউলিং সেন্টারের সামনে চেকপোষ্ট স্থাপন করে একটি প্রাইভেটকার তল্লাশী করে ২৫০ বোতল ফেনসিডিল উদ্ধার করে র‍্যাব-১১'র একটি আভিযানিক দল। এসময় গ্রেফতারকৃত আসামির কাছ থেকে মাদক পরিবহনের কাজে ব্যবহৃত ১টি প্রাইভেটকার জব্দ করা হয়। বৃহস্পতিবার দুপুর ৩ টায় সিদ্ধিরগঞ্জে অবস্থিত র‍্যাব-১১'র অতিরিক্ত পুলিশ সুপার জসিম উদ্দিন চৌধুরী পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে। তিনি জানান, আসামি রুবেল বরিশাল জেলার কাজীরহাট থানাধীন আন্দারমানিক এলাকার মোঃ আনিস মুন্সীর ছেলে। সে নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জ থানাধীন আটি হাউজিং এলাকায় বসবাস করে এবং প্রাইভেটকার চালিয়ে জীবিকা নির্বাহ করে। গ্রেফতারকৃত আসামি ও পলাতক আসামি পরস্পর যোগসাজশে প্রাইভেটকারযোগে যাত্রী পরিবহনের আড়ালে অভিনব পন্থায় ঢাকা, নারায়ণগঞ্জ ও এর আশপাশের এলাকায় ফেনসিডিল ক্রয়-বিক্রয় ও সরবরাহ করে আসছিল। মাদক ব্যবসা ছিল তার একমাত্র পেশা। মূলত প্রাইভেটকার চালক তার একটি ছদ্মবেশ মাত্র। এদিকে গ্রেফতারকৃত ও পলাতক আসামির বিরুদ্ধে সোনারগাঁও থানায় আইনানুগ কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে বলে জানিয়েছেন জসিম উদ্দিন চৌধুরী।    

বিডি২৪লাইভ ডট কম’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

পাঠকের মন্তব্য: