স্বদেশ প্রত্যাবর্তন উপলক্ষে কুবিতে ভার্চুয়াল সভা

প্রকাশিত: ৩১ জানুয়ারি ২০২১, ১১:৩৭ পিএম
শাহীন আলম কুবি থেকে: জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের স্বদেশ প্রত্যাবর্তন দিবস উপলক্ষে কুমিল্লা বিশ্ববিদ্যালয়ে (কুবি) বঙ্গবন্ধু পরিষদ একাংশের উদ্যোগে ভার্চুয়াল আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। রবিবার (৩১ জানুয়ারি) সকাল ১১টায় জুম সফটওয়্যারের মাধ্যমে এই আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এ সময় বঙ্গবন্ধু পরিষদ একাংশের সভাপতি ড. মোহাম্মদ মিজানুর রহমানের সভাপতিত্বে প্রধান আলোচক হিসাবে উপস্থিত ছিলেন একুশে পদক বিজয়ী ঢাকা বিশ্ববিদ্যালয়ের ইতিহাস বিভাগের সাবেক অধ্যাপক ডক্টর সৈয়দ আনোয়ার হোসেন। তিনি বলেন, বঙ্গবন্ধু মানে বাংলাদেশ। তিনি যেই দিন দেশে ফিরে আসলেন সেইদিন বাংলার মানুষ একটা স্বাধীন দেশ পেল। বঙ্গবন্ধু বাংলার মানুষের জন্য অনেক অক্লাান্ত প্ররিশ্রম করে গেছেন। কিন্তু আজকে আমরা সেই বঙ্গবন্ধুকে ভালো করে চিনি না, জানি না। আমি বলতে চাই তাকে ভালো করে চেনার জন্য জানার জন্য তাকে পাঠ করতে হবে এবং তার আদর্শকে অনুসরণ করতে হবে। আলোচক হিসাবে আরও অংশগ্রহণ করেন বঙ্গবন্ধু পরিষদ কেন্দ্রীয় পরিচালনা পরিষদের সদস্য ডক্টর লিয়াকত হোসেন মোড়ল এবং ডা. শেখ আব্দুল্লাহ আল মামুন এবং আর উপস্থিত ছিলেন কুমিল্লা বিশ্ববিদ্যালয় বঙ্গবন্ধু পরিষদের সাধারণ সম্পাদক মোহাম্মদ নাসির হুসেইন সহ বিভিন্ন বিভাগের শিক্ষকবৃন্দ।

বিডি২৪লাইভ ডট কম’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

পাঠকের মন্তব্য: