উইন্ডিজদের বিপক্ষে টস জিতে ব্যাটিংয়ে বাংলাদেশ

প্রকাশিত: ০৩ ফেব্রুয়ারি ২০২১, ০৩:২৩ পিএম
প্রায় ১ বছর পর আবারও সবচেয়ে রাজকীয় ফরম্যাটে ফিরেছে বাংলাদেশ। প্রতিপক্ষ ওয়েস্ট ইন্ডিজ। চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে টস জেতার পর ব্যাট করার সিদ্ধান্ত নিয়েছেন অধিনায়ক মুমিনুল। ২০১৯ সালের শেষ দিকে সাকিব আল হাসান নিষিদ্ধ হলে টেস্ট দলের দায়িত্ব পান মুমিনুল হক। ভারতে দুটি ও পাকিস্তানে একটি ম্যাচে হারতে হয়েছিল দলকে। ২০২০ সালের ফেব্রুয়ারিতে সবশেষ টেস্ট খেলেছিল টাইগাররা। ঢাকায় ওই টেস্টে দাপুটে জয় পেয়েছিল টাইগাররা। সাগরিকায় এখনও পর্যন্ত হওয়া ১৯ টেস্টে টস জেতা দল ম্যাচ জিতেছে ৭টি, হেরেছে ৬ ম্যাচ। টস জিতে আগে ব্যাট করা দল ১৬ ম্যাচের মধ্যে জিতেছে ৬টি আর হেরেছে ৪টি। তবে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে ঘরের মাঠে সবশেষ টেস্ট সিরিজের দুই ম্যাচেই সহজে জিতেছিল বাংলাদেশ। তাই এবারও জয়ের জন্য আশাবাদী টাইগাররা। এই ম্যাচে এক পেসার নিয়ে খেলতে নেমেছে বাংলাদেশ।

বিডি২৪লাইভ ডট কম’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

পাঠকের মন্তব্য: