বাংলাদেশের পাহাড় সমান রান সামনে রেখে ব্যাট করছে ওয়েস্ট ইন্ডিজ

প্রকাশিত: ০৬ ফেব্রুয়ারি ২০২১, ০৭:৫৪ পিএম
ওয়েস্ট ইন্ডিজ বাংলাদেশে ছুড়ে দেওয়া পাহাড় সমান রান টার্গেট করে ব্যাট করতে মাঠে নেমেছে। চট্টগ্রাম টেস্টে ওয়েস্ট ইন্ডিজের সামনে ৩৯৫ রানের জয়ের লক্ষ্য ছুড়ে দিয়েছে বাংলাদেশ। দ্বিতীয় ইনিংসে মুমিনুল হকের সেঞ্চুরিতে ভর করে ৮ উইকেটে ২২৩ রান তুলে ইনিংস ঘোষণা করেছে স্বাগতিকরা। এর আগে ৩ উইকেটে ৪৭ রান নিয়ে কাল তৃতীয় দিনের খেলা শেষ করেছিল বাংলাদেশ। শনিবার (৬ ফেব্রুয়ারি) প্রথম সেশনে ২৯ ওভারে ১ উইকেট হারিয়ে ১০২ রান তুলেছে মুমিনুল হকের দল। লিড বাড়িয়ে নিতে সামনে থেকে নেতৃত্ব দিচ্ছেন মুমিনুল। প্রথম সেশনে তুলে নিয়েছেন ফিফটি। দিনের একমাত্র আউট হওয়া ব্যাটসম্যান মুশফিক। তিনি ফিরে গেছেন ৪৮ বলে ১৮ রান করে। বাংলাদেশের পক্ষে দ্বীতিয় ইনিংসে সর্বোচ্চ রান করেন অধিনায়ক মোমিনুল হক (১১৫)। দ্বীতিয় সর্বোচ্চ লিটন দাস।

বিডি২৪লাইভ ডট কম’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

পাঠকের মন্তব্য: