মুন্সীগঞ্জে ৫০ মন জাটকা উদ্ধার

প্রকাশিত: ০৬ ফেব্রুয়ারি ২০২১, ১০:৩২ পিএম
মুন্সীগঞ্জ জেলা শহরের ল ঘাট এলাকা থেকে দুই হাজার কেজি (৫০ মণ) বিক্রয় নিষিদ্ধ জাটকা মাছ উদ্ধার করেছে মুক্তারপুর নৌ পুলিশ স্টেশন। শনিবার (৬ ফেব্রুয়ারি) ভোর রাত সাড়ে ৩ টার দিকে মুন্সীগঞ্জের ধলেশ্বরী নদীতে অভিযান চালিয়ে এ বিপুল পরিমাণ জাটকা উদ্ধার করা হয়। এসব জাটকা ইলিশের আনুমানিক মূল্য প্রায় ৪ লক্ষ টাকা। মুক্তারপুর নৌ পুলিশ স্টেশনের সাব-ইন্সপেক্টর মো. নুরুল ইসলাম জানায়, গোপন সংবাদের ভিত্তিতে রাজধানী ঢাকা, মুন্সীগঞ্জ সহ বিভিন্ন স্থানে বিক্রির উদ্দেশ্যে মুন্সীগঞ্জ ল ঘাটে মালিকবিহীন অবস্থায় থাকা ২ হাজার কেজি অবৈধ জাটকা উদ্ধার করা হয়। উদ্ধার করা জাটকাগুলো বেলা ১১ টার দিকে মুন্সীগঞ্জ সদর উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা টিপু সুলতানের উপস্থিতিতে মুন্সীগঞ্জ সদরের বিভিন্ন মাদ্রাসা, এতিমখানা ও দুঃস্থদের মাঝে বিতরণ করেন।

বিডি২৪লাইভ ডট কম’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

পাঠকের মন্তব্য: