সাত মাসে সাতবার বিক্রি, অবশেষে তরুণীর আত্মহত্যা

প্রকাশিত: ১০ ফেব্রুয়ারি ২০২১, ০৬:৫০ এএম
নারী নির্যাতন দিন দিন বেড়েই চলছে। কিন্তু এমন বর্বর ঘটনা যা আমাদের বিবেককে সত্যি নাড়া দিয়েছে। ভারতে অপহরণের পর সাত মাসে সাতবার বিক্রি করার ঘটনা ঘটেছে এক তরুণীকে। ছত্তীসগঢ়ের ওই তরুণী বারবার নির্যাতনের শিকার হয়ে অবশেষে আত্মহত্যা করেছে। ভারতীয় গণমাধ্যম এনডিটিভি এক প্রতিবেদনে জানিয়েছে, তরুণীকে অপহরণ ও বারবার বিক্রির ঘটনায় আটজনকে আটক করেছে পুলিশ। ভারতের মধ্যপ্রদেশ, উত্তরপ্রদেশ ও ছত্তীসগঢ় থেকে তাদের আটক করা হয়েছে। পুলিশ জানিয়েছে, গত বছরের সেপ্টেম্বর মাসে ওই তরুণী আত্মহত্যা করেছে। আত্মহত্যার পর তদন্তে গতি আসে। তারপরই আটক করা হয় তিন রাজ্যের আটজনকে। ঘটনা প্রথম সামনে আসে ছত্তীসগঢ়ের ওই তরুণী অপহরণ হওয়ার পর। পেশায় কৃষক বাবাকে মাঠের কাজে সাহায্য করতো ওই তরুণী। জানা গেছে, মধ্যপ্রদেশের ছতরপুর জেলায় এক আত্মীয়ের বাড়িতে সে এসেছিল কাজের সন্ধানে। সেখান থেকেই তাকে অপহরণ করা হয়। পরিবার পুলিশে অভিযোগ করে জানায়, অপহরণকারীরা বিপুল অঙ্কের টাকা দাবি করে। না-হলে মেয়েকে হত্যা করবে বলে জানায় তারা। পুলিশের তদন্তে জানা যায়, কাজ দেওয়ার প্রলোভন দেখিয়ে বাড়ি থেকে মধ্যপ্রদেশে যে আত্মীয়রা ওই তরুণীকে নিয়ে গিয়েছিলেন, তারাই পরে ২০ হাজার টাকায় বিক্রি করে দেন তাকে। তারপর সেই ক্রেতা আবার ৭০ হাজার টাকায় বিক্রি করে দেন তরুণীকে। তারপর বাবলু কুশাওয়াহ নামে এক বিশেষভাবে সক্ষম যুবকের কাছে তরুণীকে জোর করে বিক্রি করে দেওয়া হয়। এরপর আরো চারবার বিক্রি করা হয় তাকে। পুলিশ জানিয়েছে, মোট সাত মাসের ব্যবধানে সাত বার বিক্রি করা হয় ওই তরুণীকে। এই দীর্ঘ যন্ত্রণা ভোগ করতে না পেরে গত সেপ্টেম্বরে আত্মহত্যা করেছে সেই তরুণী। পুলিশের ধারণা, এই নারী পাচারের ঘটনাটি বহু ঘটনার মধ্যে মাত্র একটি। ছত্তীসগঢ় ও মধ্যপ্রদেশের একাধিক আদিবাসী গ্রাম থেকে নিয়মিত নারী পাচারের ঘটনা ঘটছে। সে বিষয়ে বিস্তারিত তদন্ত চালাচ্ছে পুলিশ-প্রশাসন।সূত্র: এনডিটিভি।

বিডি২৪লাইভ ডট কম’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

পাঠকের মন্তব্য: