মানিকের রেডিওর প্রতি ৫০ বছরের অন্যরকম ভালোবাসা !

প্রকাশিত: ১৩ ফেব্রুয়ারি ২০২১, ১০:১৬ পিএম
দীর্ঘ ৫০ বছর ধরে মানিকের নিত্যসঙ্গী রেডিও’র এই ভালোবাসা ৫০ বছরের। তবে, তা দু’জন মানুষের নয়। এই গল্প রেডিওর প্রতি একজন মানুষের ভালো লাগার। মানিক মিয়া টাঙ্গাইলের ভূঞাপুর উপজেলার গোবিন্দাসীর কয়েড়া গ্রামের টিউবয়েল শ্রমিক। তার একমাত্র নিত্যসঙ্গী রেডিও। অন্য দশ জনের থেকে আলাদা তিনি। তার কাছে ভালোবাসার সংজ্ঞা কিছুটা ভিন্নরকম। রেডিওর প্রতি মানিক মিয়ার এই টান শুরু ৫০ বছর আগে কৈশোরকালে। বয়সের সাথে পাল্লা দিয়ে যা শুধু বেড়েছে রেডিও’র প্রতি অজ্ঞাত ভালবাসা। রেডিও প্রেমী মানিক মিয়া জানান- ‘একটা ছেলেরে যে ভালবাসি তার চেয়ে বেশী ভালবাসি রেডিওরে। আমার ছেলে সন্তানরে যে ভালবাসি ঐরকম তারে ভালবাসি। আমি যদি এক মূহুর্ত না শুনতে পাই মনে হয় যেন গোটা পৃথিবী হারায়ে ফেলছি। টিউবয়েল শ্রমিক মানিক মিয়ার ঘরে ছড়িয়ে ছিটিয়ে থাকা অসংখ্য পুরানো ব্যাটারি তার এই পথচলারই সাক্ষী। তার চাওয়া মৃত্যুর পরও বেঁচে থাকুক তার এই ভিন্নরকম ভালোবাসার স্মৃতিচিহ্ন। তবে, অভাব যেখানে নিত্যসঙ্গী, সেখানে বাড়তি ব্যয় নিয়ে পরিবারে মান-অভিমানও কম নয়। তারপরও রেডিওর প্রতি মানিকের ভালোবাসা কমেনি একটুও। মানিক মিয়া আরো জানান, আমার দেশের খবর সন্ধ্যা পর্যন্ত তারপর যখন বাহিরের খবরের সময় হয় তখন বাহিরে যাই আমি। সন্ধ্যা সাতটায় জাপান, তারপর বিবিসি, ইরান সন্ধ্যা সাড়ে আটটায়। সময়ের বির্বতনে কদর কমে যাওয়া রেডিও আবার স্থান করে নিক সবার প্রাণে, এমন চাওয়া তার।

বিডি২৪লাইভ ডট কম’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

পাঠকের মন্তব্য: