বেপরোয়া মোটরসাইকেল চালানোর প্রতিবাদ করায় হত্যা!

প্রকাশিত: ১৬ ফেব্রুয়ারি ২০২১, ০১:৫১ এএম
কুমিল্লায় বেপরোয়া মোটরসাইকেল চালানোর প্রতিবাদ করায় মো. ফরিদ মিয়া (৫৪) নামের এক ব্যক্তিকে হত্যা করা হয়েছে বলে অভিযোগ পাওয়া গেছে। সোমবার (১৫ ফেব্রুয়ারি) সকাল ১০টায় জেলার চান্দিনা উপজেলার এতবারপুর গ্রামে এ ঘটনা ঘটে। নিহত মো. ফরিদ মিয়া ওই গ্রামের মৃত ছায়েদ আলীর ছেলে। পুলিশ নিহতের লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করেছেন। প্রত্যক্ষদর্শী মো. আবু তাহের জানান, পার্শ্ববর্তী বাড়ির রুহুল আমিনের ছেলে কলেজ ছাত্র হাবিব উল্লাহ বেপরোয়া গতিতে মোটরসাইকেল চালিয়ে এলাকায় বিশৃঙ্খলা সৃষ্টি করে। এসব বিষয় নিয়ে সোমবার সকালে হাবিবের বাবা রুহুল আমিনের নিকট জানাতে চায় ফরিদ মিয়া। এতে গেলে ক্ষিপ্ত হয়ে উঠে তারা। এক পর্যায়ে দুই পক্ষের মধ্যে মারামারি ঘটনা ঘটে। এ সময় প্রতিপক্ষের আঘাতে আহত হন ফরিদ। তাকে দ্রুত চান্দিনা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিলে কর্তব্যরত ডাক্তার তাকে মৃত ঘোষণা করেন। চান্দিনা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শামসউদ্দীন মোহাম্মদ ইলিয়াছ বলেন, মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য কুমিল্লা মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। এ ঘটনায় নিহতের পরিবার মামলা দায়ের করার প্রস্তুতি নিচ্ছেন।

বিডি২৪লাইভ ডট কম’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

পাঠকের মন্তব্য: