ইউপি সদস্য হত্যা ; সন্তু লারমা দলের ১৮ জন কর্মীর বিরুদ্ধে মামলা

প্রকাশিত: ২৫ ফেব্রুয়ারি ২০২১, ০৭:৪৩ পিএম
রাঙ্গামাটির বাঘাইছড়ি উপজেলা পরিষদের প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তার কক্ষে ঢুকে ইউপি সদস্য সমর বিজয় চাকমাকে (৪২) হত্যার দায়ে সন্তু লারমার জেএসএস দলের ১০ কর্মীর নাম উল্লেখ করে অজ্ঞাত আরো ৮ জন সহ মোট ১৮ জনের বিরুদ্ধে মামলা দায়ের করেছে নিহতের বড় ভাই বিনয় চাকমা। বৃহস্পতিবার (২৫ ফেব্রুয়ারি) দুপুরে বাঘাইছড়ি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আনোয়ার হোসেন খাঁন এ তথ্য নিশ্চিত করেন। তিনি জানান, গত বুধবার রাতে নিহতের বড় ভাই বিনয় চাকমা বাদী হয়ে সাবেক উপজেলা চেয়ারম্যান সহ ১০ জনের নাম উল্লেখ করে অজ্ঞাত ৮ জনের নামে এ মামলা দায়ের করেন। আসামীরা হলেন, সন্তু লারমা নেতৃত্বাধীন জেএসএস দলের সাবেক উপজেলা চেয়ারম্যান বড় ঋষি চাকমা, ত্রিদিপ চাকমা, প্রভাত কুমার চাকমা,শুভাশিষ চাকমা (তন্টুমনি),পলক চাকমা,মনিময় চাকমা,বরুন চাকমা, সুভাষ বসু চাকমা, দয়াসিন্দু চাকমা এবং সোহাগ চাকমার নাম উল্লেখ করা হয়েছে। বাঘাইছড়ি উপজেলার এমএন লারমার নের্তৃত্বাধীন জেএসএস সংস্কার দলের সাধারণ সম্পাদক জেসি চাকমার স্বাক্ষরিত গণমাধ্যমকে পাঠানো এক প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে জানা গেছে, উপজেলা প্রশাসনের নাকের ডগায় হত্যার দায় কেউ এড়াতে পারবে না। সুতারাং,সন্তু লারমাসহ সাবেক এমপি ঊষাতন তালুকদার ও বড়ঋষি চাকমাকে দ্রুত আইনের আওয়তায় আনার জোর দাবি জানা হয়। এদিকে হত্যার প্রতিবাদে তিন পার্বত্য জেলায় এমএন লারমার নের্তৃত্বাধীন জেএসএস সংস্কারের ছাত্র সংগঠন ও অঙ্গ সংগঠনগুলো বিক্ষোভ সমাবেশ করছে। তারা সন্তু লারমার নেতৃত্বাধীন সশস্ত্র সন্ত্রাসীদের দ্রুত গ্রেফতার করে আইনের আওয়তায় আনার দাবি জানান। উল্লেখ্য, গত বুধবার দুপুরে বাঘাইছড়ি উপজেলা পরিষদের প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তার কক্ষে প্রকল্প নিয়ে আলাপ চলাকালে আকস্মিক কয়েকজন অস্ত্রধারী সন্ত্রাসী সমর বিজয় চাকমার বুকে গুলি ঠেকিয়ে দুটি গুলি করে মৃত্যু নিশ্চিত করে ফাঁকা গুলি বর্ষণ করে মোটর সাইকেল করে পালিয়ে যান।

বিডি২৪লাইভ ডট কম’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

পাঠকের মন্তব্য: