পাংশায় বঙ্গবন্ধু শেখ মুজিব ঢাকা ম্যারাথন ২০২১ অনুষ্ঠিত বিজয়ী হলেন যারা

প্রকাশিত: ২৭ ফেব্রুয়ারি ২০২১, ১১:৩৩ পিএম
রাজবাড়ীর পাংশায় জমকালো আয়োজনে বঙ্গবন্ধুর জন্ম শতবার্ষিকী পালন উপলক্ষে বাংলাদেশ সেনা বাহিনীর উদ্দ্যোগে পাংশা উপজেলা প্রশাসনের আয়োজনে বঙ্গবন্ধু শেখ মুজিব ম্যারাথন ২০২১ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে রাজবাড়ী জেলা আওয়ামীলীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা মোঃ জিল্লুল হাকিম এমপি এসব কথা বলেন।  পাংশা পুরাতন বাজার দরগাতলা এলাকায় শনিবার (২৭ ফ্রেরূযারী) সকাল সাড়ে ১০ টায় আনুষ্ঠানিক ভাবে ফিতা কেটে ও বেলুন উড়িয়ে এ অনুষ্ঠানের উদ্বোধন করেন রাজবাড়ী জেলা আওয়ামীলীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা মোঃ জিল্লুল হাকিম এমপি। ম্যারাথন প্রতিযোগীতায় ১ হাজার ৬ শত রেজিঃকৃত দৌড়বীদ অংশ গ্রহণ করেন। পুরাতন বাজার দরগাতলা এলাকা থেকে মাছপাড়া ডিগ্রি কলেজ মাঠ পর্যন্ত ৫ কিলোমিটার সড়ক অতিক্রম করেন ম্যারাথনে অংশ গ্রহণকারীরা। ম্যারাথন এপ্যাসের মাধ্যমে মনিটরিং করা হয়। ১৬ শত অংশ গ্রহণকারীদের মধ্যে সেরা ১০ জনকে উপজেলা প্রশাসনের পক্ষ থেকে পুরুস্কৃত করা হয়েছে।  পরুস্কৃত হলেন যারা উপজেলার মৌরাট ইউনিয়নের সোলাইমান হোসেন প্রথম স্থান অধিকার করেছেন, ২য় কসবামাজাইল ইউনিয়নের রহমত আলী, ৩য় বাহাদুরপুর ইউনিয়নের নিহান হোসেন ৪র্থ কসবামাজাইল ইউনিয়নের শাকিল হোসেন, ৫ম মৌরাট ইউনিয়নের রাব্বি, ৬ষ্ট পাংশা সরকারী কলেজের শিক্ষার্থী আহম্মেদ আলী, ৭তম মাছপাড়া ইউনিয়নের সাব্বির হোসেন, ৮ম বাবুপাড়া ইউনিয়নের সোহেল হোসেন, ৯ম হাবাসপুর ইউনিয়নের সবুজ হোসেন এবং ১০ম স্থান অধিকার করেছেন কসবামাজাইল ইউনিয়নের ইরান মন্ডল। অনুষ্ঠানের অতিথিরা বিজয়ীদের হাতে ক্রেষ্ট ও সম্মাননা পরুস্কার তুলে দেন।

বিডি২৪লাইভ ডট কম’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

পাঠকের মন্তব্য: