বগুড়া পৌর নির্বাচনের ফলাফল ঘোষণা শুরু

প্রকাশিত: ০১ মার্চ ২০২১, ১২:২৭ এএম
বগুড়া পৌরসভা নির্বাচনের ফলাফল ঘোষণা শুরু হয়েছে। আজ রোববার (২৮ ফেব্রুয়ারি) সকাল ৮টা থেকে ভোট গ্রহণ শুরু হয়ে বিকেল ৪টায় শেষ হয়েছে। শহরের টিটু মিলনায়তন থেকে এ ফলাফল ঘোষণা করা হচ্ছে। ১১৩টি কেন্দ্রের মধ্যে ২০টি কেন্দ্রের ফলাফলে এগিয়ে রয়েছে বিএনপি মনোনীত প্রার্থী ধানের শীষ প্রতীকে রেজাউল করিম বাদশা। তিনি এখন পর্যন্ত ভোট পেয়েছেন ১১ হাজার ৭৯১ , স্বতন্ত্র প্রার্থী জগ প্রতীকে আব্দুল মান্নান আকন্দ ৭ হাজার ৬১৭, আওয়ামী লীগ সমর্থিত প্রার্থী আবু ওবায়দুল হাসান ববি নৌকা প্রতীকে ৩ হাজার ৬৯৩ এবং ইসলামী আন্দোলন বাংলাদেশের হাতপাখা প্রতীকে আব্দুল মতিন পেয়েছেন ৭৫৯ ভোট। উল্লেখ্য, ২১ টি ওয়ার্ড নিয়ে গঠিত বগুড়া পৌরসভায় এবার ভোট প্রদান করবেন প্রায় ২ লাখ ৭৫ হাজার ৮৭০ জন। এর মধ্যে ১ লাখ ৩৪ হাজার ৯০৬ জন পুরুষ ও ১ লাখ ৪০ হাজার ৯৬৪ জন নারী ভোটার রয়েছেন।

বিডি২৪লাইভ ডট কম’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

পাঠকের মন্তব্য: