কালীগঞ্জ পৌরসভা নির্বাচনে আ’লীগ প্রার্থী নির্বাচিত

প্রকাশিত: ০১ মার্চ ২০২১, ০৫:২২ এএম
গাজীপুরের কালীগঞ্জ পৌরসভা নির্বাচনে মেয়র পদে আওয়ামী লীগ মনোনীত প্রার্থী এস এম রবীন হোসেন প্রথমবারের মতো মেয়র নির্বাচিত হয়েছেন। বেসরকারি ফল অনুযায়ী, নৌকা প্রতীকে রবিন হোসেন পেয়েছেন ১৩ হাজার ৭৮৪ ভোট। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী স্বতন্ত্র প্রার্থী প্রার্থী মো. লুৎফুর রহমান নারিকেল গাছ প্রতীকে পেয়েছেন ১০ হাজার ২২৫ ভোট। বিএনপি মনোনীত ধানের শীষ প্রতীকের প্রার্থী ফরিদ আহমেদ পেয়েছেন ১ হাজার ২৯৭ ভোট এবং ইসলামী আন্দোলন বাংলাদেশের হাতপাখা প্রতীকের প্রার্থী মো. চাঁন মিয়া পেয়েছেন ৫২৪ ভোট। রবিবার (২৮ ফেব্রুয়ারি) সন্ধ্যা সাড়ে ৭টার দিকে কালীগঞ্জের শহীদ ময়েজ উদ্দিন অডিটোরিয়ামে ফল সংগ্রহ ও পরিবেশন কেন্দ্রে রিটার্নিং কর্মকর্তা কাজী মো. ইস্তাফিজুল হক আকন্দ ফল ঘোষণা করেন। এদিকে, নয়টি সাধারণ ওয়ার্ডে বেসরকারিভাবে জয়ী কাউন্সিলররা হলেন—১ নম্বর ওয়ার্ডে মোফাজ্জল হোসেন আকন্দ (উট পাখি), ২ নম্বর ওয়ার্ডে মু. আফসার হোসেন (উট পাখি), ৩ নম্বর ওয়ার্ডে মো. আশরাফউজ্জামান (পাঞ্জাবি), ৪ নম্বর ওয়ার্ডে মোহাম্মদ বাদল মিয়া (পানির বোতল), ৫ নম্বর ওয়ার্ডে আশরাফুল আলম (পানির বোতল), ৬ নম্বর ওয়ার্ডে আবদুস সালাম (উট পাখি), ৭ নম্বর ওয়ার্ডে মো. নূরে আলম শেখ (উট পাখি), ৮ নম্বর ওয়ার্ডে মো. আমির হোসেন (উট পাখি) ও ৯ নম্বর ওয়ার্ডে মোহাম্মদ শাখাওয়াত হোসেন (উট পাখি)। সংরক্ষিত নারী কাউন্সিল হিসেবে বিজয়ী হয়েছেন—১, ২, ৩ ওয়ার্ডে আমিরুন নেছা (জবা ফুল); ৪, ৫, ৬ ওয়ার্ডে নার্গিস বেগম (আনারস) এবং ৭, ৮, ৯ নম্বর ওয়ার্ডে কাস্তা (আনারস)। কালীগঞ্জ পৌরসভায় ১৭টি কেন্দ্রের ১২০টি কক্ষে ইলেকট্রনিক ভোটিং মেশিনে (ইভিএম) ভোট গ্রহণ করা হয়। এ পৌরসভায় মোট ভোটার ৩৬ হাজার ৬৪০ জন। তাদের মধ্যে ১৮ হাজার ৩২১ জন পুরুষ এবং ১৮ হাজার ৩১৯ জন নারী। ভোট দিয়েছেন ২৫ হাজার ৮৯০ জন। এর মধ্যে ৬০টি ভোট বাতিল হয়। নির্বাচনে মেয়র পদে চারজন এবং সাধারণ কাউন্সিলর পদে ৩৩ জন এবং সংরক্ষিত নারী কাউন্সিলর পদে ১০ জন প্রতিদ্বন্দ্বিতা করেন।

বিডি২৪লাইভ ডট কম’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

পাঠকের মন্তব্য: