নওগাঁর পত্নীতলায় জাতীয় ভোটার দিবস পালিত

প্রকাশিত: ০২ মার্চ ২০২১, ১১:৪৮ পিএম
নওগাঁর পত্নীতলায় বর্ণাঢ্য আয়োজনের মধ্য দিয়ে ৩য় তম জাতীয় ভোটার দিবস ২০২১ পালিত হয়েছে। মঙ্গলবার (২ মার্চ) সকাল ১০টায় পত্নীতলা উপজেলা নির্বাচন অফিসের আয়োজনে “বয়স যদি আঠারো হয়, ভোটার হতে দেরী নয়” এ প্রতিপাদ্যকে সামনে রেখে করোনা পরিস্থিতে স্বাস্থ্য বিধি মেনে সীমিত পরিসরে একটি বর্ণাঢ্য র্যা লি বের হয়। এসময় বেলুন উড়িয়ে দিবসের উদ্বোধন করেন প্রধান অতিথি উপজেলা পরিষদ চেয়ারম্যান আলহাজ্ব আব্দুল গাফ্ফার। পরে দিবসটি উপলক্ষে উপজেলা নির্বাহী কর্মকর্তার কার্যালয়ে এক আলোচনা সভার আয়োজন করা হয়। উক্ত আলোচনা সভায় উপজেলা নির্বাহী অফিসার লিটন সরকারের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা পরিষদ চেয়ারম্যান আলহাজ্ব আব্দুল গাফ্ফার। এসময় দিবস এর গুরুত্ব তুলে ধরে শুভেচ্ছা বক্তব্য রাখেন উপজেলা নির্বাচন অফিসার জাহিদুর রহমান জাহিদ। এসময় বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন উপজেলা ভাইস চেয়ারম্যান আব্দুল আহাদ রাহাদ, মহিলা ভাইস চেয়ারম্যান খাদিজাতুল কোবরা মুক্তা, উপজেলা আ.লীগের ভারপ্রাপ্ত সভাপতি আলহাজ্ব আব্দুল খালেক চৌধুরী, পত্নীতলা থানার অফিসার ইনচার্জ শামসুল আলম শাহ্, উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার মোকলেছুর রহমান, একাডেমিক সুপার ভাইজার মোরশেদুল আলম সহ অন্যান্য কর্মকর্তা, সাংবাদিকবৃন্দ ও সুধীজন প্রমুখ।

বিডি২৪লাইভ ডট কম’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

পাঠকের মন্তব্য: