ধর্ষণের মিথ্যা মামলায় ২০ বছর জেল খাটার পর নির্দোষ ঘোষণা

প্রকাশিত: ০৩ মার্চ ২০২১, ০১:০২ এএম
ধর্ষণের মিথ্যা অভিযোগে দোষী সাব্যস্ত হয়ে২০ বছর জেল খাটছে বিষ্ঞু। যার পুরো নাম বিষ্ণু তিওয়ারি। মিথ্যা মামলায় বছর জেল খাটার পর ভারতের এলাহাবাদ হাইকোর্ট তাকে নির্দোষ ঘোষণা করেছেন। তিওয়ারি যখন ভুয়া ধর্ষণের মামলায় দোষী সাব্যস্ত হন এবং যাবজ্জীবন কারাদন্ডে দণ্ডিত হন তখন তাঁর বয়স ছিল ২৩ বছর। বিঘ্ঞু ভালো কোন আইনজীবী নিয়োগ দিতে পারেননি। আর তিনি বার বারই বলতেন যে তিনি নির্দোষ। খবর: টাইম অফ ইন্ডিয়া টাইমস অফ ইন্ডিয়ার এক প্রতিবেদনে বলা হয়েছে, তিনি কারাগারে কাটিয়েছেন ২০ বছরের মত। এর মধ্যে তিওয়ারি তার পরিবারের সকল সদস্যকে হারিয়েছেন। আগ্রা সেন্ট্রাল কারাগারের সিনিয়র সুপারিনটেনডেন্ট ভি কে সিংয়ের বরাত দিয়ে রিপোর্টে বলা হয়েছে, "এই ব্যক্তিটিকে শিগগিরই মুক্তি দেওয়া হবে। দুর্ভাগ্যজনক যে তিনি যে কাজটি করেনি এমন অপরাধের জন্য তিনি ২০ বছর কারাগারে কাটিয়েছিলেন। আমরা এখন আনুষ্ঠানিক মুক্তির আদেশের অপেক্ষায় রয়েছি।" লিলিপুর গ্রামের বাসিন্দা তিওয়ারি, ২০০২ সালে সিলানওয়ান গ্রাম থেকে এক মহিলার দ্বারা তার স্থান থেকে ৩০ কিলোমিটার দূরে ধর্ষণের অভিযোগ এনেছিলেন। পরে ওই ব্যক্তিকে ধর্ষণ, যৌন শোষণ, ভারতীয় দণ্ডবিধি (আইপিসি) এবং এসসি / এসটি (অত্যাচার প্রতিরোধ) আইনের অন্যান্য ধারায় অপরাধমূলক ভয় দেখানোর অভিযোগে মামলা করা হয়েছিল। একটি বিচার আদালত তাকে দোষী সাব্যস্ত করেছিলেন এবং যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন। তিওয়ারি ২০০৩ সালে আগ্রা কেন্দ্রীয় কারাগারে স্থানান্তরিত হয়েছিল। জেলে থাকাকালীন সময় তিওয়ারি বন্দীদের খাবার রান্না করতেন এবং কারাগারের অভ্যন্তরে পরিষ্কার পরিচ্ছন্ন তদারকি করতেন।

বিডি২৪লাইভ ডট কম’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

পাঠকের মন্তব্য: