মানিকগঞ্জের সিংগাইরে ছাত্রলীগ নেতা মিরু হত্যা, গ্রেফতার ৩

প্রকাশিত: ০৪ মার্চ ২০২১, ০৫:৪৯ এএম
মানিকগঞ্জের সিংগাইরে ছাত্রলীগ নেতা মিরু হত্যাকাণ্ড জড়িত ৩ জনকে গ্রেফতার করেছে পুলিশ। বুধবার (৩ মার্চ) দুপুরে তাদেরকে গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃতরা হলেন- সিংগাইর উপজেলার আজিমপুর গ্রামের রাজ্জাক মোল্লার ছেলে ইমরান মোল্লা (২০), সোহান মোল্লা (১৮), একই গ্রামের শামসুল হকের ছেলে ইমান আলী (৩০)। সিংগাইর থানার ওসি রকিবুজ্জামান বিষয়টি নিশ্চিত করে জানান, হত্যাকাণ্ডে সময় ব্যবহৃত দুই সিএনজি ও ধারালো অস্ত্র উদ্ধার করা হয়েছে। হত্যার ঘটনায় মিরুর ভাই হিরু মিয়া বাদি হয়ে থানায় ১২ জনের নামে এবং অজ্ঞাত আরো ৪/৫ জনকে আসামি করে সিংগাইর থানায় মামলা দায়ের করেছেন। প্রসঙ্গত, অভ্যন্তরীণ কোন্দলের জের ধরে সোমবার রাত দেড়টার দিকে সিংগাইরের জয়মন্টপ এলাকার একটি অনুষ্ঠান থেকে বাড়ি ফেরার পথে উপজেলা ছাত্রলীগের সাধারন সম্পাদক ফারুক হোসেন মিরুকে কুপিয়ে হত্যা করে সন্ত্রাসীরা।

বিডি২৪লাইভ ডট কম’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

পাঠকের মন্তব্য: