ইঞ্জিনিয়ার আলী আশরাফ এর মৃত্যুতে চসিক মেয়রের শোক

প্রকাশিত: ০৭ মার্চ ২০২১, ০৪:১৪ পিএম
নগর পরিকল্পনাবিদ ইঞ্জিনিয়ার আলী আশরাফ এর মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন চট্টগ্রাম সিটি কর্পোরেশনের মেয়র বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব এম. রেজাউল করিম চৌধুরী। এক শোকবার্তায় তিনি বলেন, ইঞ্জিনিয়ার আলী আশরাফ এর মৃত্যুতে আমরা একজন গুণী মানুষকে হারালাম। যিনি সব সময় নগরের উন্নয়নের কথা ভাবতেন এবং নগর উন্নয়নে কাজ করতেন। সেই সাথে সদা হাস্যজ্জোল একজন মহান মনের মানুষ গড়ার কারিগরকেও আমরা হারিয়েছি। যার শূন্যস্থান কোনদিনও পূরণ হওয়ার নয়। আমি উনার বিদেহী আত্মার শান্তি কামনা করছি এবং উনার শোক সন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা প্রকাশ করছি। ইঞ্জিনিয়ার আলী আশরাফ ৬ই মার্চ দিবারাত ২.০৭ মিনিটে ঢাকার এভার কেয়ার (সাবেক এপোলো) হাসপাতালে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। উল্লেখ্য, তিনি ফটিকছড়ি নিবাসী মরহুম এডভোকেট মোহাম্মদ নুরুল হুদার বড় ছেলে। বেশ কিছুদিন আগে করোনাভাইরাসে আক্রান্ত হয়ে তিনি হসপিটালে ভর্তি হয়েছিলেন। দেশ দরদী প্রকৌশলী আলী আশরাফ ইঞ্জিনিয়ার ইন্সটিটিউটের সাবেক সভাপতি, নগর পরিকল্পনাবিদ, সাউদার্ন ইউনিভার্সিটির উপ-উপাচার্য, রোটারি সেন্টারের আজীবন সদস্য সহ বহু সংগঠনের সাথে জড়িত ছিলেন।

বিডি২৪লাইভ ডট কম’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

পাঠকের মন্তব্য: