বুড়িচংয়ে ঐতিহাসিক ৭ মার্চের ভাষণ দিবস পালিত

প্রকাশিত: ০৭ মার্চ ২০২১, ১০:৪৬ পিএম
কুমিল্লা জেলার বুড়িচং উপজেলায় যথাযথ মর্যাদা ও গুরুত্বের সঙ্গে নানা কর্মসূচী আয়োজনের মধ্য দিয়ে ঐতিহাসিক ৭ মার্চ ভাষণ দিবস পালিত হয়েছে। রোববার (৭ মার্চ) বুড়িচং উপজেলা নির্বাহী অফিসার মোসাম্মৎ সাবিনা ইয়াছমিন ও উপজেলা চেয়ারম্যান আখলাক হায়দার এর নেতৃত্বে বিভিন্ন সরকারী, আধা সরকারী, স্বায়ত্তশাসিত, বেসরকারী প্রতিষ্ঠান, শিক্ষা প্রতিষ্ঠান, বিভিন্ন রাজনৈতিক দল, সামাজিক সাংস্কৃতিক সংগঠনের কর্মকর্তা, কর্মচারী ও সদস্যরা স্বতঃস্ফুর্তভাবে এসব কর্মসূচীতে অংশগ্রহণ করেন। উপজেলা প্রশাসন আয়োজিত কর্মসূচীর অংশ হিসেবে সূর্যোদয়ের সাথে সাথে সকল সরকারী, আধা সরকারী, স্বায়ত্বশাসিত, বেসরকারী ভবনসমূহে জাতীয় পতাকা উত্তোলন করা হয়। সকাল ৯টায় দলীয় কর্মসূচীর অংশ হিসেবে জাতীয় পতাকা ও দলীয় পতাকা উত্তোলন,উপজেলা'বঙ্গবন্ধু চেতনায়' জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান প্রতিকৃতিতে পুষ্পমাল্য অর্পণ করা হয়। পরে দুপুর ২টার সময় অডিটোরিয়াম রুমে এক আলোচনাসভার আয়োজন করা হয়। এ সময় উপস্থিত ছিলেন উপজেলা সহকারি কমিশনার(ভূমি) তাহমিদা আক্তার,উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা মো: মীর হোসেন মিঠু, ওসি মোজাম্মেল হক পিপিএম, তদন্ত ওসি মো: মাসুদ খান, আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক মো: মশিউর রহমান খান, যুবলীগের প্রস্তাবিত সভাপতি ও ছাত্রলীগের সিনিয়র সহ-সভাপতি হাজী বিল্লাল হোসেন ঠিকাদার, যুবলীগের প্রস্তাবিত সাধারণ সম্পাদক ও ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক ইঞ্জিনিয়ার বাছির খানসহউপজেলা ও আওয়ামীলীগ, যুবলীগ, ছাত্রলীগ, শ্রমিকলীগ, মহিলা আওয়ামীলীগ, স্বেচ্ছাসেবক লীগের নেতৃবৃন্দ অংশগ্রহণ করেন।

বিডি২৪লাইভ ডট কম’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

পাঠকের মন্তব্য: