পাংশা উপজেলা প্রশাসনের জমকালো আয়োজনে ঐতিহাসিক ৭ মার্চ পালিত

প্রকাশিত: ০৭ মার্চ ২০২১, ১১:৩৪ পিএম
নানা কর্মসূচীর মধ্য দিয়ে পাংশা উপজেলা প্রশাসন ঐতিহাসিক ৭ মার্চ পালন করেছেন। প্রথম বারের মত ৭ মার্চ জাতীয় দিবস উদযাপন জমকালো আয়োজনে হয়েছে। আজ রবিবার (৭ মার্চ) দিবসের শুরুতে উপজেলা পরিষদের সামেন বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পুষ্পমাল্য অর্পণ করেন উপজেলা প্রশাসন,পাংশা মডেল থানা পুলিশ, পাংশা পৌরসভা ,উপজেলা আওয়ামীলীগ, উপজেলা আওয়ামী যুবলীগ, উপজেলা ছাত্রলীগ, অফিসার্স ক্লাব পাংশা, পাংশা মহিলা কলেজ, সরকারী জর্জ উচ্চ বিদ্যালয়, এয়াকুব আলী চৌধুরী বিদ্যাপীঠ, কাজী আব্দুল মাজেদ একাডেমিসহ বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান, সামাজিক সংগঠনের পক্ষ থেকে পুষ্পমাল্য অর্পণ করা হয়। পুষ্পমাল্য অর্পণ শেষে উপজেলা পরিষদের সম্মেলন কক্ষে ঐতিহাসিক ৭ মার্চ উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। পাংশা উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মাদ আলী’র সভাপতিত্বে আলোচনা সভায় অতিথি হিসাবে বক্তব্য রাখেন পাংশা পৌর মেয়র মোঃ ওয়াজেদ আলী মাস্টার, পাংশা মডেল থানার অফিসার ইনচার্জ মোঃ শাহাদাত হোসেন, পাংশা উপজেলা আওয়ামীলীগের সাবেক সভাপতি এ.কে এম শফিকুল মোরশেধ আরুজ, উপজেলা আওয়ামীলীগের সভাপতি ও মাছপাড়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোঃ খন্দকার সাইফুল ইসলাম বুড়ো, উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক ও সাবেক সিভিল সার্জন ডা.এ এফ এম শফিউদ্দিন পাতা, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান মোঃ জালাল উদ্দিন বিশ্বাস, উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যান মোছা: রোকেয়া খাতুন, বাহাদুরপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোঃ হুমায়ুন কবির শাকিল, উপজেলা কৃষি অফিসার রতন কুমার ঘোষ, উপজেলা যুব উন্নয়ন অফিসার শ্যামল কুমার বিশ^াস প্রমুখ। আলোচনা সভা শেষে ঐতিহাসিক ৭ মার্চ উপলক্ষে আয়োজিত বিভিন্ন প্রতিযোগীতায় বিজয়ীদের মধ্যে পুরস্কার প্রদান করেন অতিথি বৃন্দ। পরে জমকালো আয়োজনে বিশাল আকৃতির কেক কেটে ঐতিহাসিক ৭ মার্চ জাতীয় দিবস উদ্যাপন করা হয়। এর পর উপজেলা শিল্পকলা একাডেমির পরিবেশনায় সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। এ সময় রাজবাড়ী জেলা পরিষদ সদস্য বিশিষ্ট ব্যবসায়ী উত্তম কুমার কুন্ডু, কসবামাজাইল ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোঃ কামরুজ্জামান খান, হাবাসপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোঃ আব্দুল আলীম মন্ডল, উপজেলা পরিসংখ্যান অফিসার মোঃ মাহবুব হোসেন, মাধ্যমিক শিক্ষা অফিসার এস এম নাসিম আখতার, শিক্ষা অফিসার মোঃ খোরশেদ আলম, উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা এম.এ নাহার,উপজেলা প্রাণী সম্পদ কর্মকর্তা ডা.সুভাষ চন্দ্রসহ উপজেলার বিভিন্ন দপ্তরের প্রধানগন, জনপ্রতিনিধিসহ বিভিন্ন শ্রেণী পেশার মানুষ উপজেলা প্রশাসনের এ আয়োজনে যোগদান করেন। বক্তারা ঐতিহাসিক ৭ মার্চ’র গুরুত্ব তুলে ধরে বক্তব্য রাখেন, সেই সাথে বঙ্গবন্ধুর জন্ম শতবার্ষিকীতে ঐতিহাসিক ৭ মার্চ’কে জাতীয় দিবস ঘোষণা করায় মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ধন্যবাদ জানান।

বিডি২৪লাইভ ডট কম’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

পাঠকের মন্তব্য: