যাত্রা শুরু করতে যাচ্ছে ঢাকা টু নিউ জলপাইগুড়ি ট্রেন, জানালেন রেলপথ মন্ত্রী

প্রকাশিত: ০৮ মার্চ ২০২১, ১২:৪২ এএম
রেলপথ মন্ত্রী এডভোকেট নূরুল ইসলাম সুজন বলেছেন আগামি ২৬ মার্চ ঢাকা টু নিউ জলপাইগুড়ি ট্রেন যৌথভাবে উদ্বোধন করবেন বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা এবং ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি । ওই দিনই যাত্রা শুরু করবে ঢাকা টু নিউ জলপাইগুড়ি ট্রেন। দুই দেশের প্রধানমন্ত্রী ঢাকা থেকে আনুষ্ঠানিকভাবে এই নতুন এই রুটে রেলযোগাযোগের উদ্বোধন করবেন। ঢাকা থেকে নিউ জলপাইগুড়ি পর্যন্ত ভাড়া নির্ধারণ করা হয়েছে ২২’শ টাকা। তার সাথে যোগ হবে ৫’শ টাকা ট্রাভেল ট্যাক্স। এছাড়া উত্তরা লের মানুষেরা চিলাহাটি স্টেশন থেকেও যাতায়াত করতে পারবে। তাদের জন্য কয়েকটি বগি নির্ধারিত থাকবে। যেটি কেবল নিউ জলপাইগুড়ি থেকে চিলাহাটি পর্যন্ত যাতায়াত করবে। তাদের ভাড়া নির্ধারণ করা হয়েছে ৭’শ টাকা। এর সাথে ৫’শ টাকা ট্রাভেল ট্যাক্স যোগ হবে। তিনি আজ (৭ মার্চ) দুপুরে পঞ্চগড় জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে ৭ মার্চের আলোচনা সভায় এসব তথ্য জানিয়েছেন। এ সময় মন্ত্রী আরও বলেন, রেলখাত এগিয়ে নিয়ে আমরা কাজ করে যাচ্ছি। আগামী এক বছরের মধ্যে পঞ্চগড় থেকে কক্সবাজার ও মংলা পর্যন্ত রেলযোগাযোগ চালু হবে। আরও ৫০ টি স্টেশন আধুনিকায়ন কাজ শুরু হবে। মুজিব বর্ষ ও স্বাধীনতার সুবর্ণ জয়ন্তি উপলক্ষে এবার ১০০ টি রেলস্টেশনকে সজ্জিত করা হবে। রেলের কর্মকর্তা কর্মচারীদের অন্যের সমালোচনা করতে নিষেধ করে নিজেদের সমালোচনা করে ভাল ভাল কাজ করার পরামর্শ দেয়া হয়েছে। মন্ত্রী বলেন, বঙ্গবন্ধুর ৭ মার্চের ভাষণেই ছিলো স্বাধীনতার ঘোষণা। কেবল ৯ মাস স্বাধীনতা সংগ্রাম হয়নি। স্বাধীনতা সংগ্রামের শুরু হয়েছে অনেক আগে থেকেই। ৯ মাস ছিলো হানাদার মুক্ত করার লড়াই। এখন অনেক রাজাকার মুক্তিযোদ্ধা হিসেবে অন্তর্ভুক্ত হয়েছে। কেউ কেউ কমান্ডারও বনে গেছে। তারা মুক্তিযোদ্ধা সেজে দেশের ক্ষতি করছে। তাদের বিষয়ে সকলকে সাবধান থাকার পরামর্শ দেন মন্ত্রী। অনুষ্ঠানে অন্যদের মধ্যে জেলা প্রশাসক ড. সাবিনা ইয়াসমিন, পুলিশ সুপার মোহাম্মদ ইউসুফ আলী, জেলা পরিষদ চেয়ারম্যান আনোয়ার সাদাত সম্রাট, জেলা পরিষদের প্রধান নির্বাহী আব্দুল আলীম খান ওয়ারেশী, সিভিল সার্জন ডা. ফজলুর রহমান, পৌর মেয়র জাকিয়া খাতুন, পঞ্চগড় সদর উপজেলা চেয়ারম্যান আমিরুল ইসলাম, মুক্তিযোদ্ধা সাইখুল ইসলামসহ সরকারি বেসরকারি প্রতিষ্ঠানের কর্মকর্তা কর্মচারীরা উপস্থিত ছিলেন।

বিডি২৪লাইভ ডট কম’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

পাঠকের মন্তব্য: