লোহাগাড়ায় মুকুলে মুকুলে ছেয়ে গেছে আম গাছ

প্রকাশিত: ০৮ মার্চ ২০২১, ০৪:০৩ পিএম
আরিফুল ইসলাম রিফাত, লোহাগাড়া (চট্টগ্রাম) থেকে: ঋতুরাজ বসন্ত মানেই গাছে গাছে চোখজুড়ানো বাহারি ফুলে ফুলে ভরে উঠার মাস।এজন্যই বসন্তের আরেক নাম পুষ্পঋতু।বসন্তেই নানা রকমের ফলের গাছে ফুল আসে আর সে ফুল থেকে ফল হয়ে আমাদের মাঝে আসে মধুমাস জ্যৈষ্ঠে। বর্তমানে চট্টগ্রামের লোহাগাড়া উপজেলার প্রত্যেকটি এলাকার আম গাছগুলোতে ব্যাপকভাবে এসেছে আমের মুকুল।সেই সঙ্গে বাতাসে ছড়াচ্ছে চোখজুড়ানো মুকুলের মনমাতানো ম-ম গন্ধ। কয়েকজন আম চাষি বলেন, এবছর গাছে ব্যাপকভাবে আমের মুকুল এসেছে। বর্তমানে আমরা মুকুল পরিচর্যা করছি।আশা করছি আবহাওয়া অনুকূলে থাকলে ভালো লাভবান হবো। লোহাগাড়া উপজেলা কৃষি কর্মকর্তা মোহাম্মদ মনিরুল ইসলাম বিডি২৪লাইভকে বলেন, এই উপজেলা আম চাষের জন্য বিখ্যাত না হলেও কিছু কিছু এলাকায় বাণিজ্যিকভাবে আমের আবাদ হয়।এবছর লোহাগাড়ায় ১২৫ হেক্টর জমিতে আমের চাষাবাদ হচ্ছে।এর থেকে আম উৎপাদনের লক্ষ্যমাত্রা ধরা হয়েছে ৪৯৮ মেট্রিক টন।

বিডি২৪লাইভ ডট কম’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

পাঠকের মন্তব্য: