বাগেরহাটে আন্তর্জাতিক নারী দিবসে র‌্যালী অনুষ্ঠিত

প্রকাশিত: ০৮ মার্চ ২০২১, ০৮:২৭ পিএম
আব্দুল্লাহ আল ইমরান, বাগেরহাট থেকে: ‘করোনাকালে নারী নেতৃত্ব, গড়বে নতুন সমতার বিশ্ব’ এই পতিপাদ্যে বাগেরহাটে আন্তর্জাতিক নারী দিবস উপলক্ষে র‌্যালী ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। সোমবার (৮ মার্চ) সকালে কর্মজীবী নারীর ‘বাংলাদেশ সামুদ্রিক খাদ্য প্রক্রিয়াকরণ শিল্পে নিয়োজিত নারী শ্রমিকদের নেতৃত্ব বিকাশ প্রকল্প’ এর আওতায় বাগেরহাটের ফকিরহাট উপজেলার নওয়াপাড়া এলাকায় র‌্যালী অনুষ্ঠিত হয়। কর্মজীবী নারীর প্রকল্প সমন্বয়ক দেওয়ান আব্দুস সাফির নেতৃত্বে র‌্যালীতে অন্যান্যের মধ্যে কর্মজীবী নারীর প্রকল্প কর্মকর্তা শেখ রুবেল আহমেদ, ফিল্ড ফ্যাসিলেটেটর হাসিবা আক্তারসহ সামুদ্রিক খাদ্য প্রক্রিয়াকরণ শিল্পে নিয়োজিত নারী শ্রমিকরা উপস্থিত ছিলেন। র‌্যালী শেষে নওয়াপাড়া শহীদ স্মৃতি ডিগ্রি কলেজের সামনে সংক্ষিপ্ত এক আলোচনা সভায় বক্তারা আন্তর্জাতিক নারী দিবসের তাৎপর্য তুলে ধরেন।

বিডি২৪লাইভ ডট কম’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

পাঠকের মন্তব্য: