২৩ বছরেও চুক্তির মৌলিক বিষয়গুলো বাস্তবায়ন হয়নি: সন্তু লারমা

প্রকাশিত: ০৮ মার্চ ২০২১, ০৯:৩৫ পিএম
পার্বত্য চট্টগ্রাম আঞ্চলিক পরিষদের চেয়ারম্যান ও পার্বত্য চট্টগ্রাম জনসংহতি সমিতির সভাপতি জ্যোতিরিন্দ্র বোধিপ্রিয় লারমা (সন্তু লারমা) বলেছেন, দীর্ঘ লড়াই ও সংগ্রাম করে ১৯৯৭ সালে ২রা ডিসেম্বর পার্বত্য চুক্তি করেছিলাম। বিগত ২৩ বছরেও সেই পার্বত্য চুক্তির মৌলিক বিষয়গুলো বাস্তবায়ন হয়নি। ফলে জুম্ম জাতির পরিবর্তে ভিনদেশীরা পার্বত্য অঞ্চল দখল করছে। সোমবার সকালে রাঙ্গামাটি জেলা শিল্পকলা একাডেমীর সম্মেলন কক্ষে পার্বত্য চট্টগ্রাম মহিলা সমিতি ও হিল উইমেনস ফেডারেশন এর যৌথ উদ্যোগে আন্তর্জাতিক নারী দিবস এবং ‘হিল উইমেনস ফেডারেশন’ এর ৩৩তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। সন্তু লারমা বলেন, পার্বত্য অঞ্চল নিয়ে অনেক কিছু করার ও ভাবার বিষয় আছে। পার্বত্য অঞ্চলের ১৩ ভাষাভাষীর যে ১৪টি জাতি রয়েছে তারা প্রায় বিলুপ্তির পথে। যারা এই অঞ্চলে হিংস্র প্রাণীদের সাথে লড়াই করে পার্বত্য অঞ্চলে যে আবাদ যোগ্য করেছিল সেই জুম্ম সমাজ এই অঞ্চলেই অবাঞ্ছিত হয়ে আছে। পাকিস্তান আমলে উন্নয়ন করার নামে কাপ্তাই বাঁধ দিয়ে এখানকার বাসিন্দাদের উচ্ছেদ করা হয়েছে। পার্বত্য অঞ্চলের জুম্ম জাতি তাদের অধিকার আদায়ের জন্য দীর্ঘসময় ধরে আন্দোলন সংগ্রাম করে চলেছে। সেই অধিকার রক্ষার জন্য নারী, পুরুষ সকলকে এক হয়ে লড়তে হবে। তিনি বলেন, জুম্ম নারী সমাজ সকল বাধা পেরিয়ে নিজেদেরকে প্রতিষ্ঠা করতে চেষ্টা চালাচ্ছে। নারী সমাজের যারা যুব বয়সী তারা মনে করবেন না বিসিএস হয়ে গেলাম, সরকারী-বেসরকারি বিভিন্ন প্রতিষ্ঠানে চাকরী হয়ে গেল, প্রতিষ্ঠিত হয়ে গেলাম। ভুলে যাবেন না আপনাদের অস্তিত্ব অবহেলিত। আপনাদের অস্তিত্বের কোন ভরসা নেই। যে কোন মুহূর্তে তা ভেঙ্গে যেতে পারে। তিনি আরও বলেন, এক সময় ব্রিটিশরা যে শোষণ করেছিল তখনও এই অঞ্চলের মানুষ ব্রিটিশদের বিরুদ্ধে লড়াই করেছে। পাকিস্তান আমলেও লড়াই করেছে। ১৯৭১ সালে মুক্তিযুদ্ধের পর ভেবেছিলাম এই অঞ্চলের মানুষের অধিকার নিশ্চিত হবে। কিন্তু দীর্ঘ সময়েও তা হয়নি। তাই সকলকে নিজেদের অস্তিত্ব রক্ষার্থে এক হয়ে লড়ে যেতে হবে। এসময় পার্বত্য চট্টগ্রাম মহিলা সমিতির রাঙ্গামাটি জেলা কমিটির সাংগঠনিক সম্পাদক রিতা চাকমার সভাপতিত্বে বিশেষ অতিথির বক্তব্য রাখেন, টিআইবি’র ট্রাস্টি এডভোকেট সুস্মিতা চাকমা, অবসরপ্রাপ্ত উপ-সচিব প্রকৃতি রঞ্জন চাকমা, এম এন লারমা মেমোরিয়াল ফাউন্ডেশন এর সভাপতি বিজয় কেতন চাকমা, পার্বত্য চট্টগ্রাম যুব সমিতির রাঙ্গামাটি জেলা কমিটির সাংগঠনিক সম্পাদক নান্টু ত্রিপুরা, হিল উইমেনস ফেডারেশনের সাবেক সাধারণ সম্পাদক আশিকা চাকমা, পার্বত্য চট্টগ্রাম পাহাড়ি ছাত্র পরিষদের সাংগঠনিক সম্পাদক নিপন ত্রিপুরা, হিল উইমেনস ফেডারেশনের সভাপতি রিনা চাকমা প্রমুখ।

বিডি২৪লাইভ ডট কম’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

পাঠকের মন্তব্য: