খুলনায় তরমুজে আগুন: দাম গত বছরের চেয়ে দ্বীগুণ!

প্রকাশিত: ০৯ মার্চ ২০২১, ১২:৫২ এএম
গোলাম রব্বানী বিশ্বাস, খুলনা থেকে: মৌসুমের আগেই খুলনায় দেখা মিলছে আগাম জাতের তরমুজের। তাপমাত্রা যথাক্রমে বেশি হওয়ায় ফলটির চাহিদা রয়েছে ক্রেতাদের কাছে যথেষ্ট উল্লেখ্যযোগ্য। আগাম বাজারে আসায় অন্য বছরে তুলনায় দামও দ্বীগুনের কাছাকাছি। খুলনা বিভাগের প্রধান ফলের পাইকারি বাজার কদমতলায় মূল মৌসুমের মতো তরমুজের দেখা মিলছে সময়ের আগেই। তাছাড় কুয়াকাটাসহ বিভিন্ন অঞ্চল থেকে খুলনার বাজারে এ আগাম জাতের তরমুজ আসতে শুরু করেছে ইতিমধ্যে। বাজারে আগাম তরমুজ উঠেছে মোকামের সঙ্গে সামাঞ্জস্য রেখে অল্প লাভে বিক্রি করা হচ্ছে। তবে এখন যে দামে বিক্রি হচ্ছে গ্রীষ্মকালে এলে এর দাম আরও কমবে। কামরুল ইসলাম নামের এক ফল ব্যবসায়ীরা জানান, গরমকালের তরমুজ এখনো বাজারে আসেনি। সেগুলো মিলবে আরও দুই মাস পর। এখন যেগুলো পাওয়া যাচ্ছে সেগুলো আগাম জাতের তরমুজ। তিনি আরও জানান, প্রতি কেজি তরমুজ প্রথম দিকে ৬০ টাকা করে বিক্রি করেছি। এখন ৪০-৫০ টাকায় বিক্রি করছি। দাম এখন একটু বেশি হলেও সিজনের তরমুজ বাজারে আসলে কমে যাবে। আগাম তরমুজ চাষে মৌসুমী ফলের চাইতে অনেকগুন বেশি লাভ হয়। খুলনা শহরের দৌলতপুর কাঁচা বাজারের তরমুজ বিক্রেতা আব্দুল হালিম জানান, আগাম জাতের এসব তরমুজ কোনটাই খুলনায় চাষ হয়নি। এগুলো কুয়াটাকাসহ বেশ কিছু এলাকা থেকে আনা হয়েছে। বাজারে এগুলোর চাহিদা অনেক। প্রতি কেজি তরমুজ ৪০ টাকা, পেয়ারা ৬০ টাকা, সিলেটি আনারস জোড়া ৮০ টাকা, ডাব কুল ৬০ টাকায় বিক্রি করছেন। মীর জামাল নামে এক তরমুজ ক্রেতা জানান, অন্য বছরের তুলনায় তরমুজের দাম অনেকাংশে চড়া। এক কথা বলা যায় তরমুজে এখন আগুন। এদিকে জানা গেছে , বাজারে যেসব আগাম জাতের তরমুজ পাওয়া যাচ্ছে তার মধ্যে উল্লেযোগ্য হলো- বিগ ফেমেলি ও রোয়েল ফেমেলি, বালি, ব্লাক সুইট, কালা, কালো ব্লাকবেবি, বাংলালিংক, গ্রামীণ, ব্লাক লায়ন, আনারকলি, অলক্লিন, চায়না-২, এশিয়ান-২।

বিডি২৪লাইভ ডট কম’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

পাঠকের মন্তব্য: