বাস থেকে নারীকে ধাক্কা: ‘সিসিটিভি ফুটেজ’ গায়েব !

প্রকাশিত: ০৯ মার্চ ২০২১, ১১:৫৬ পিএম
আলোচিত বাকপ্রতিবন্ধী নারীকে বাসে নির্যাতন এবং ধাক্কা দিয়ে ফেলে দেয়ার দৃশ্য পরিবহনটিতে থাকা সিসি ক্যামেরায় ধারণ হলেও তা আর পাওয়া যাচ্ছে না। ধারণা করা হচ্ছে অভিযুক্ত চালক ও তার সহযোগী এটি ডিলিট করে দিয়েছেন। গতরাতে তাদেরকে গ্রেপ্তারের পর 'এন মল্লিক’ এসি বাসটি জব্দ করে র‌্যাব। এসময় সিসিটিভি ক্যামেরার 'হার্ডডিস্ক' পর্যালোচনা করতে গেলে সেখানে ফুটেজ পায়নি বাহিনীটি। চালকের নির্দেশে বাকপ্রতিবন্ধী নারীকে ছুড়ে ফেলেন হেলপার: চলন্ত বাসেই ভাড়া নিয়ে ওই নারী যাত্রীকে হেনস্থা করে বাসের হেলপার নাহিদ। একপর্যায়ে রোহিতপুরে এসে বাসের চালক সবুজের নির্দেশনায় চলন্ত বাস থেকে বাকপ্রতিবন্ধী ওই নারীকে ছুড়ে ফেলে দেওয়া হয়। ভাড়া নেই লেখা কাগজ দেখালেও প্রতিবন্ধীকে বাস থেকে ফেলে দেন হেলপার: বাকপ্রতিবন্ধী নারী তার কাছে ভাড়া না থাকার বিষয়টি হেলপারকে কাগজে লিখে অনুরোধ করলেও চালকের নির্দেশে বাস থেকে তাকে ধাক্কা দিয়ে ফেলে দেন হেলপার। চালক সবুজ মিয়ার ড্রাইভিং লাইসেন্স বাতিলের আবেদন করবে র‌্যাব: বাস থেকে নারীকে ছুড়ে ফেলে দেয়ার ঘটনায় অভিযুক্ত বাস চালক সবুজ মিয়ার ড্রাইভিং লাইসেন্স বাতিলের আবেদন করবে র‌্যাব। কারণ চালক সবুজ মিয়ার ড্রাইভিং লাইসেন্স হালকা যানের থাকলেও ভারী যান (বাস) চালাতেন। তাছাড়া বাসটির রুট পারমিট যাচাইয়ে বিআরটিএ'তে চিঠি দেয়া হবে। মঙ্গলবার (০৯ মার্চ) বিকেল সাড়ে ৩টার দিকে রাজধানীর কুর্মিটোলায় র‌্যাব সদর সফতরে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এসব তথ্য জানান র‌্যাবের লিগ্যাল অ্যান্ড মিডিয়া উইংয়ের পরিচালক লেফটেন্যান্ট কর্নেল আশিক বিল্লাহ।

বিডি২৪লাইভ ডট কম’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

পাঠকের মন্তব্য: