স্কুলছাত্রীকে ধর্ষণের অভিযোগে ঢাবি ছাত্র গ্রেপ্তার

প্রকাশিত: ১৯ মার্চ ২০২১, ০৬:২০ এএম
শরীয়তপুরে বিয়ের প্রলোভন দেখিয়ে স্কুলছাত্রীকে একাধিক বার ধর্ষণের অভিযোগে আবুল হোসেন ভূঁইয়া (২৫) নামে এক যুবককে গ্রেপ্তার করেছে পুলিশ। মঙ্গলবার (১৬ মার্চ) রাতে শরীয়তপুর পালং মডেল থানা পুলিশ তাকে গ্রেপ্তার করে। ওই ছাত্রী দুই মাসের অন্তঃসত্ত্বা হলে ঔষধ সেবন করে বাচ্চা নষ্ট করা হয় বলে জানান ওই শিক্ষার্থীর পরিবার। গ্রেপ্তার আবুল হোসেন ভূঁইয়া শরীয়তপুর সদর উপজেলার আব্দুর জব্বার ভূঁইয়ার ছেলে। তিনি ঢাকা বিশ্ববিদ্যালয়ের কবি জসীম উদদীন হল শাখা ছাত্রলীগের সাবেক পরিবেশ সম্পাদক ও বঙ্গবন্ধু ছাত্র একতা পরিষদের সভাপতি। পালং মডেল থানা পুলিশ ও স্থানীয় সূত্র জানা গেছে, অভিযুক্ত আবুল হোসেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী। ভুক্তভোগী ওই ছাত্রী গরীব বলে স্থানীয় একটি স্কুলের অষ্টম শ্রেণিতে ভর্তি করান। এই কারণে ওই ছাত্রীকে পড়াশোনা খরচ বাবদ ১০ থেকে ১২ হাজার টাকা প্রতি মাসে দিয়ে আসতেন তিনি। তাদের মধ্যে এক বছর ধরে প্রেমের সম্পর্ক রয়েছে। পরে বিয়ের আশ্বাসে গত ১৪ মার্চ রাতে আবুল হোসেন ওই ছাত্রীকে তাদের বাড়িতে নিয়ে ধর্ষণ করে। এর আগেও একাধিকবার ধর্ষণ করেছে বলে অভিযোগ পাওয়া যায়। এরপর ওই ছাত্রী দুই মাসের অন্তঃসত্ত্বা হলে ওষুধ সেবন করে বাচ্চা নষ্ট করে দেয় আবুল। পরে স্কুলছাত্রী তার বাবা-মার কাছে ঘটনার বিষয়ে জানালে বুধবার (১৭ মার্চ) দুপুরে আবুল হোসেনের বিরুদ্ধে ওই স্কুলছাত্রীর বাবা বাদী হয়ে পালং মডেল থানায় একটি মামলা করেন। মামলা নম্বর ২৪। ওই ছাত্রীর বাবা বলেন, আমি ঢাকাতে জুতার কারখানায় কাজ করি। সেই সুবাদে আমি ঢাকা থাকি। আমরা গরিব মানুষ। আবুল আমার স্ত্রীকে রাতে ঘুমের ঔষধ খাইয়ে, মেয়েকে বিভিন্ন যায়গায় নিয়ে খারাপ কাজ করেছে। আমি ওকে ছেলের মতো জানতাম। এমন করবে ভাবতে পারিনি। আমি আবুলের বিরুদ্ধে মামলা করেছি। আমি তার বিচার চাই। শরীয়তপুর সদরের পালং থানার ওসি (অপারেশন) ফকরুল ইসলাম জানান, ১৪ মার্চ রাতে ওই মেয়েকে ধর্ষণ করে আবুল। অভিযোগ পেলে মঙ্গলবার রাতে আবুলকে গ্রেফতার করা হয়। দুপুরে পালং মডেল থানার পুলিশ অভিযুক্ত আবুলকে আদালতে পাঠিয়েছে।

বিডি২৪লাইভ ডট কম’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

পাঠকের মন্তব্য: