৫০ হিন্দু পরিবারকে ধর্মান্তরিত হতে বেনামে চিঠি, গ্রেফতার ৪

প্রকাশিত: ২২ মার্চ ২০২১, ০৫:৪৮ পিএম
মাগুরার শ্রীপুর উপজেলার দ্বারিয়াপুর ইউনিয়নের চরগোয়ালদাহ ও মালাইনগর গ্রামে সংখ্যালঘু হিন্দু সম্প্রদায়ের অর্ধশত পরিবারকে ইসলাম ধর্ম গ্রহণের আহ্বান জানিয়ে শুক্রবার (১৯ মার্চ) রাতে গোপনে চিঠি রেখে যায়। চিঠিগুলো নিয়ে ওই এলাকায় হিন্দু সম্প্রদায়ের মধ্যে উদ্বেগ উৎকণ্ঠা ও আতঙ্ক তৈরি করেছে। ইতিমধ্যে উক্ত ঘটনায় ৪ জনকে আটক করেছে পুলিশ। বিষয়টি নিশ্চিত করে শ্রীপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আলী আহমেদ মাসুদ জানান, রবিবার (২১ মার্চ) চিঠি দেওয়ার ঘটনায় জড়িত সন্দেহে আটক উপজেলার চৌগাছি গ্রামের মঞ্জু বিশ্বাসের ছেলে ইউসুফ (৩৫), মহেশপুর গ্রামের ইয়াকুব মোল্যার ছেলে কুরবান (৩২) ও সাচিলাপুর গ্রামের আলীমুদ্দীনের ছেলে হাবিবুর রহমানকে (৪০) গ্রেফতার দেখানো হয়েছে। এছাড়া চৌগাছি মসজিদের ইমাম মোস্তাকিম বিল্লাহকে এ ঘটনায় গ্রেফতার করা হয়েছে। পরে রবিবার রাতে চারজনকেই আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়। এ বিষয়ে, মাগুরার অতিরিক্ত পুলিশ সুপার কামরুল হাসান জানান, এ ঘটনায় পুলিশ চারজনকে গ্রেফতার করেছে। নিয়মিত মামলা দায়ের করা হয়েছে। অনাকাঙ্খিত ঘটনা এড়াতে এলাকায় পুলিশ মোতায়েন করা হয়েছে। জোর তদন্ত চলছে। উল্লেখ্য, ইসলাম ধর্ম গ্রহণের আহ্বান জানিয়ে চিঠি। ওই চিঠির ছবি ফেসবুকে ছড়িয়ে পড়লে বিভিন্ন মহল প্রতিবাদ জানায়। এরপর নড়ে-চড়ে বসে স্থানীয় প্রশাসন। হিন্দুদের বাড়ি বাড়ি বিলি করা চার পাতার ওই চিঠিতে পূজা-অর্চনা বাদ দিয়ে ইসলাম ধর্ম গ্রহণ করার কথা বলা হয়েছে।

বিডি২৪লাইভ ডট কম’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

পাঠকের মন্তব্য: