মুন্সিগঞ্জে পুলিশের সঙ্গে হেফাজতের সংঘর্ষ, আসামি ৬১৫

প্রকাশিত: ৩১ মার্চ ২০২১, ০৬:৪৩ পিএম
মুন্সিগঞ্জের সিরাজদিখানে পুলিশের সঙ্গে হেফাজতে ইসলামের সংঘর্ষের ঘটনায় ৬১৫ জনকে আসামি করে মামলা করা হয়েছে। মঙ্গলবার (৩০ মার্চ) রাতে সিরাজদিখান থানার উপ-পরিদর্শক রিমন হোসাইন বাদী হয়ে মামলাটি করেন। এই মামলায় হেফাজতের নায়েবে আমির মধুপুর পীর আব্দুল হামিদের দুই ছেলে ওবায়দুল্লাহ কাশেমী (৪০) এবং আবদুল্লাহসহ (৩৫) ১৫ জনের নাম উল্লেখ করে আরও ৫ থেকে ৬শ জনকে অজ্ঞাতনামা আসামি করে মামলা দায়ের করেন। সিরাজদিখান থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তদন্ত কামরুজ্জামান বলেন, ১৫ জনের নাম উল্লেখ করে এবং ৫ থেকে ৬শ জনকে অজ্ঞাত আসামি করে মামলা করা হয়েছে। উল্লেখ্য, মুন্সিগঞ্জের সিরাজদিখানে হেফাজতে ইসলাম ও পুলিশ, ছাত্রলীগ, যুবলীগের সঙ্গে সংঘর্ষে শতাধিক আহত হয়। রোববার দুপুর ১২টার দিকে উপজেলার কেয়াইন ইউনিয়নের বড় শিকারপুর এলাকায় এ সংঘর্ষের ঘটনা ঘটে। এ সময় ঘটনাস্থল রণক্ষেত্রে পরিণত হয়। এতে সিরাজদিখান থানার ওসি এসএম জালাল উদ্দিন, এসআই সেকেন্দার আলী, এএসআই রাজু আহমেদ, হেফাজতের ইসলামের নায়েবে আমির ও মধুপুর পীর আল্লামা আব্দুল হামিদ ও হাফেজ মাওলানা বশির আহম্মেদ, ছাত্রলীগের তুষার, নাজমুল ইসলামসহ শতাধিক আহত হন।

বিডি২৪লাইভ ডট কম’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

পাঠকের মন্তব্য: