১০ ওভারের ম্যাচ, বাংলাদেশ একাদশে ৩ পরিবর্তন

প্রকাশিত: ০১ এপ্রিল ২০২১, ০৮:২৯ পিএম
ওয়ানডে সিরিজের পর নিউজিল্যান্ডের বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজেও হোয়াইটওয়াশের দ্বারপ্রান্তে দাঁড়িয়ে বাংলাদেশ। বৃহস্পতিবার (১ এপ্রিল) অকল্যান্ডে সিরিজের শেষ ম্যাচে হোয়াইটওয়াশ এড়ানোর মাঠে নেমেছে  সফরকারীরা। এরই মধ্যে বেশ কয়েকবার হানা দিয়েছে বৃষ্টি। এর ফলে বিলম্ব হয়েছে টস। বৃষ্টি কমার পর ইতোমধ্যে এই ম্যাচের টস অনুষ্ঠিত হয়েছে। টসে জিতে আগে ফিল্ডিংয়ের সিদ্ধান্ত নিয়েছেন বাংলাদেশ অধিনায়ক লিটন দাস। টাইগারদের নিয়মিত অধিনায়ক মাহমুদউল্লাহ রিয়াদ ঊরুর চোটের কারণে খেলছেন না এই ম্যাচে। বৃষ্টির কারণে এই ম্যাচের দৈর্ঘ্য নেমে এসেছে ১০ ওভারে। এর মধ্যে পাওয়ার প্লে থাকবে ৩ ওভার। প্রতি বোলার দুই ওভার করে বল করতে পারবেন। এই ম্যাচে বড় পরিবর্তন নিয়ে মাঠে নেমেছে বাংলাদেশ। একাদশে নেই মোহাম্মদ সাইফউদ্দিন, মোহাম্মদ মিঠুন এবং মাহমুদউল্লাহ রিয়াদ। তাদের পরিবর্তে একাদশে ঢুকেছেন নাজমুল হোসেন শান্ত, মোসাদ্দেক হোসেন সৈকত ও রুবেল হোসেন। নিউজিল্যান্ডে একাদশে দুটি পরিবর্তন এসেছে। ইশ সোধি ও হামিস বেনেটের পরিবর্তে একাদশে সুযোগ পেয়েছেন টড অ্যাশল ও লকি ফার্গুসন। বাংলাদেশ: নাজমুল হোসেন শান্ত, নাইম শেখ, লিটন দাস, সৌম্য সরকার, আফিফ হোসেন, শেখ মেহেদী হাসান, মোসাদ্দেক হোসেন সৈকত, তাসকিন আহমেদ, শরিফুল ইসলাম, রুবেল হোসেন ও নাসুম আহমেদ। নিউজিল্যান্ড: মার্টিন গাপটিল, ফিন অ্যালেন, ডেভন কনওয়ে, উইল ইয়ং, গ্লেন ফিলিপস, মার্ক চ্যাপম্যান, ড্যারিল মিচেল, টিম সাউদি, অ্যাডাম মিলনে, টড অ্যাসলে ও লকি ফার্গুসন।

বিডি২৪লাইভ ডট কম’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

পাঠকের মন্তব্য: