করোনা আক্রান্ত কিংবদন্তি শচীন টেন্ডুলকার, হাসপাতালে ভর্তি

প্রকাশিত: ০৩ এপ্রিল ২০২১, ১২:৫৫ এএম
কিংবদন্তি শচীন টেন্ডুলকারের করোনা শনাক্তের এক সপ্তাহ গড়িয়ে গেলেও এই সময়টার মধ্যে কোভিড-১৯ ভারত মহাতারকার শরীরে যদিও জটিল কোনো পরিস্থিতি তৈরি করতে পারেননি তিনি। মূলত বাড়তি সতর্কতার জন্য চিকিৎসকদের পরামর্শে হাসপাতালে ভর্তি করা হয়েছে মাস্টার ব্লাস্টারকে। আগামী২৪ এপ্রিল ৪৮ বছর পূর্ণ করার অপেক্ষায় থাকা শচীন সামাজিক যোগাযোগ মাধ্যমে নিজেই লিখেছেন হাসপাতালে যাওয়ার কথা। এসঙ্গে, প্রার্থনার জন্য সবাইকে ধন্যবাদ জানিয়েছেন শচীন। কয়েকদিনের মধ্যেই বাড়িতে ফেরার আশাও করছেন। তার পরিবারের অন্যদের পরীক্ষার ফল নেগেটিভ এসেছে। আজ তার ২ এপ্রিল ওয়ানডে বিশ্বকাপ-২০১১ জয়ের দশকপূর্তি শচীনের। ভাইরাসের বিপক্ষে লড়ার সময়ে ভোলেননি সেটিও। ভারতবাসী ও সতীর্থদের বিশ্বকাপ জয়ের দশকপূর্তির শুভেচ্ছা জানিয়েছেন টুইটারে করা ওই পোস্টেই। ভারতীয় ক্রিকেটে করোনা জেঁকে বসেছে ভালোভাবেই। রোড সেফটি সিরিজ খেলে চার সাবেক ক্রিকেটার ভাইরাস পজিটিভ হয়েছেন। যার মাঝে শচীন টেন্ডুলকার একজন। রোড সেফটি সিরিজ খেলাদের মধ্যে তিনি ছাড়া ইউসুফ পাঠান ও বদ্রিনাথের পর পজিটিভ হয়েছেন ইরফান পাঠান। ভারত নারী দলের টি-টুয়েন্টি অধিনায়ক হারমানপ্রিত কৌরও পজিটিভ হয়েছেন দুদিন আগে।

বিডি২৪লাইভ ডট কম’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

পাঠকের মন্তব্য: