কোয়ারেন্টাইন শেষে কলকাতার সঙ্গে যোগ দিলেন সাকিব

প্রকাশিত: ০৪ এপ্রিল ২০২১, ০৪:০১ পিএম
সাকিব আল হাসানের জন্ম ২৪ মার্চ ১৯৮৭। একজন বামহাতি মিডল অর্ডার ব্যাটসম্যান এবং বামহাতি অর্থোডক্স স্পিনার। বাংলাদেশের হয়ে খেলা সর্বশ্রেষ্ঠ ক্রিকেটার হিসেবে বিবেচিত সাকিবকে বিশ্বের অন্যতম সেরা অল-রাউন্ডার বলে গণ্য করা হয়। ১০ বছর ধরে শীর্ষ অল-রাউন্ডারের রেকর্ডের অধিকারী সাকিব এখনো একদিনের আন্তর্জাতিক ও টেস্ট ফরম্যাটে সর্বোচ্চ র‍্যাংকিং ধরে রেখেছেন। ইতিমধ্যে শনিবার (৩ এপ্রিল) শেষ হয়েছে সাকিব আল হাসানের কোয়ারেন্টাইন। সাত দিনের কোয়ারন্টাইন শেষে কলকাতা নাইট রাইডার্সের সঙ্গে যোগ দিয়েছেন সাকিব আল হাসান। শনিবার (৩ এপ্রিল) কলকাতার প্রস্তুতি ম্যাচ চলাকালীন ডাগ আউটে দেখা গেছে তাঁকে। যদিও মাত্রই কোয়ারেন্টাইন কাটিয়ে মাঠে ফেরায় প্রথম প্রস্তুতি ম্যাচে খেলা হয়নি তাঁর। এমনকি এদিন অনুশীলনও করেননি এই টাইগার অলরাউন্ডার। পুরোদমে অনুশীলন না করলেও প্রস্তুতি ম্যাচ শেষে কিছুটা রানিং করার কথা রয়েছে। এদিন অনুশীলন না করলেও রবিবার থেকে পুরোদমে অনুশীলনে ফিরবেন সাকিব। বিষয়টি নিশ্চিত করেছেন কলকাতার সহকারী কোচ অভিষেক নায়ার। অনুশীলনে ফেরার পাশাপাশি কলকাতার দ্বিতীয় প্রস্তুতি ম্যাচে খেলবেন বলে জানিয়েছেন তিনি। আগামী পরশু দ্বিতীয় প্রস্তুতি ম্যাচ খেলার কথা রয়েছে দলটির। প্রস্তুতি ম্যাচে সাকিবকে খেলতে দেখা যাবে কিনা এমন প্রশ্নের জবাবে অভিষেক বলেন, ‘মনে হয় না, কারণ সে মাত্রই কোয়ারেন্টাইন শেষ করে ফিরেছে। আগামীকাল (রবিবার) থেকে সে পুরোদমে অনুশীলন করবে। ৫-৬ সপ্তাহ খেলার বাইরে ছিল। তবে পরশু প্রস্ততি ম্যাচে খেলবে।’ ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের (আইপিএল) এবারের আসরের নিলাম থেকে ৩ কোটি ২০ লাখ রুপিতে সাকিবকে দলে নিয়েছে দুইবারের শিরোপা জয়ী কলকাতা। এর আগে ২০১২ এবং ২০১৪ সালে কলকাতার শিরোপাজয়ী দলের সদস্য ছিলেন তিনি। আবারও কলকাতায় ফিরতে পেরে বেশ উচ্ছ্বসিত সাকিব আইপিএলের এবারের আসরের পর্দা উঠছে আগামী ৯ এপ্রিল। তবে ১১ এপ্রিল সানরাইজার্স হায়দরাবাদের বিপক্ষে ম্যাচ দিয়ে এবারের আইপিএল মিশন শুরু করবে সাকিবের কলকাতা।

বিডি২৪লাইভ ডট কম’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

পাঠকের মন্তব্য: