সিরাজদিখানে ট্রাক চাপায় সিএনজি গাড়ির চালকসহ নিহত ৩

প্রকাশিত: ০৪ এপ্রিল ২০২১, ১০:০৫ পিএম
মুন্সীগঞ্জের সিরাজদিখানের তুলশীখালী এলাকায় ট্রাকের চাপায় সিএনজি গাড়ির চালকসহ তিনজনের মৃত্যু হয়েছে। আহত হয়েছে আরও তিন জন। রবিবার (৪ এপ্রিল) রবিবার ভোর পৌনে ৬টার দিকে এ দুর্ঘটনা ঘটে। জানা যায়, রবিবার ভোর পৌনে ৬টার দিকে ট্রাক একটি সিএনজি গাড়িকে চাপা দিয়ে চলে যায়, এসময় সিএনজিতে থাকা একজন মহিলা ও চালকসহ ৬ জন গুরুতর আহত হয়। আহতদের ঢাকা মিটফোর্ড হাসপাতালে নেওয়ার পর সিএনজি চালকসহ ২ জন মারা যায়। গুরুতর ৩ জনকে মিটফোর্ড হাসপাতাল থেকে ঢাকা মেডিকেলে পাঠানো হয়। ঢাকা মেডিকেলে চিকিৎসাধীন অবস্থায় আরও একজন মারা যায়। একজন ঢাকা মিটফোর্ড হাসপাতালে ভর্তি আছে। সিএনজি চালক ঢাকার কেরানীগঞ্জ মডেল থানার মোগারচর গ্রামের ফকির চানের ছেলে উজ্জ্বল (৩৫)। এছাড়া ঘটনার পর আহত একজন তার পরিচয় দিয়েছে, সে ঠাকুরগাঁও জেলার রানীশংকইল থানার পার্বতীপুর গ্রামের মেহের আলীর ছেলে মামুন (৩৮)। এসব তথ্য নিশ্চিত করেছেন সিরাজদিখান থানা ডিউটি অফিসার উপ-পরিদর্শক মীর শহিদুর। পুলিশ ও তুলশীখালী টোলঘর সূত্রে জানা যায়, সিএনজি গাড়িটি কেরানীগঞ্জের দিকে যাচ্ছিলো আর ট্রাকটি নবাবগঞ্জের দিকে যাচ্ছিলো।

বিডি২৪লাইভ ডট কম’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

পাঠকের মন্তব্য: