কালিয়াকৈরে ঝুটের আগুনে পুড়ছে বন

প্রকাশিত: ০৯ এপ্রিল ২০২১, ০৩:১৮ এএম
গাজীপুরের কালিয়াকৈরে ঝুটে লাগিয়ে দেয়া আগুনে সরকারী বনের গজারী গাছ পুড়ে ধ্বংস হচ্চে বলে অভিযোগ পাওয়া গেছে। জানা যায়, গাজীপুরের কালিয়াকৈর রেঞ্জের কালিয়াকৈর বিট, মৌচাক বিট ও বাড়ইপাড়া বিট এলকায় স্থাপিত অধিকাংশ ঝুটের গুডাউন অবৈধ ভাবে সরকারী বনের জমিতে গড়ে উঠেছে। প্রতিবছর বনবিভাগের এক শ্রেণির কর্মকর্তার সাথে যোগসাজসে ঝুট ব্যবসায়ীরা প্রথমে গাছ কেটে বা আগুন দিয়ে বনের গাছ পুড়িয়ে বনভূমি দখল করে নেয়। তারপর মোটা অঙ্কের টাকার বিনিময়ে ঝুট ব্যবসীয়রা অবৈধভাবে দখলকৃত বনভূমিতে গোডাউন নির্মাণ করে। বৃহস্পতিবার (৮ এপ্রিল) বিকালে সরজমিনে জানা যায়, এক শ্রেণির ঝুট ব্যবসায়ী চন্দ্রা বিট অফিসের নিকটবর্তি বনের ভিতর ছড়িয়ে ছিটিয়ে পরিত্যাক্ত ঝুট ফেলে রাখে।৩/৪দিন আগে ঐ পরিত্যাক্ত ঝুটে আগুন ধরিয়ে দেয়া হয়। সেই আগুনে শতশত শতাংশ বনের গজারী গাছ পুড়ে মরে যাচ্ছে। এ ব্যপারে কালিয়াকৈর বনবিট কর্মকর্তা শরীফ উর রহমান খান চৌধুরী ঝুটের আগুনে বনের গাছ পোড়ার কথা স্বীকার করে বলেন,ভাই এখন আগুন নেই শুধু ধোয়া আছে। এব্যাপারে তদন্ত সাপেক্ষে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেয়া হবে বলে তিনি জানান।

বিডি২৪লাইভ ডট কম’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

পাঠকের মন্তব্য: