ফরিদপুরে লকডাউনে দোকান খোলা রাখায় জরিমানা

প্রকাশিত: ১৫ এপ্রিল ২০২১, ০২:৫৪ এএম
ফরিদপুরের আলফাডাঙ্গায় লকডাউন উপেক্ষা ও সরকারি নিয়ম নীতিকে অমান‍্য করে দোকান খোলার অপরাধে জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত। আজ বুধবার (১৪ এপ্রিল) এ জরিমানা করা হয়। জানা যায়, উপজেলা সদর বাজারের উৎসব লাইব্রেরীকে ২ হাজার টাকা, রাজধানী টেইলার্সকে ২ হাজার টাকা, বিসমিল্লাহ ফোম এন্ড পর্দা হাউজকে ৩ হাজার টাকা, নন্দিতা বস্ত্রালয়কে ১০ হাজার টাকা, সনতা বস্ত্রালয়কে ১০ হাজার টাকা এবং গোপালপুর বাজারের রোকেয়া বস্ত্রালয়কে ৫ হাজার টাকা জরিমানা করা হয়। এছাড়া মাস্ক পরিধান না করার অপরাধে ২ জনকে ২'শত টাকা করে জরিমানা করেছে সহকারী কমিশনার ভূমি ও নির্বহী ম্যাজিস্ট্রেট মাহবুবুর রহমানের ভ্রাম্যমাণ আদালত ।

বিডি২৪লাইভ ডট কম’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

পাঠকের মন্তব্য: