করোনায় ভারতে মৃত্যুর মিছিল, আবারও নতুন রেকর্ড

প্রকাশিত: ১৫ এপ্রিল ২০২১, ০৪:১৪ পিএম
ভারতে গত ২৪ ঘণ্টায় করোনাভাইরাসে আক্রান্ত আরও ১ লাখ ৯৯ হাজার ৫৬৯ জনকে শনাক্ত করা হয়েছে। এটিই এখন পর্যন্ত দেশটিতে একদিনে সর্বোচ্চ শনাক্ত। এ নিয়ে টানা অষ্টম দিনের মতো দেশটিতে দৈনিক এক লাখের বেশি রোগী শনাক্ত হলো। একই সময়ে করোনায় আক্রান্ত হয়ে মারা গেছে ১ হাজার ৩৭ জন। গত ছয় মাসের মধ্যে এটিই দেশটিতে একদিনে সর্বোচ্চ মৃত্যু। ফলে এখন পর্যন্ত দেশটিতে মোট শনাক্ত হলো ১ কোটি ৪০ লাখ ৭০ হাজার ৮৯০ জন এবং করোনায় এ পর্যন্ত মারা গেছে ১ লাখ ৭৩ হাজার ১৫২ জন। গত ২৪ ঘণ্টায় সুস্থ হয়েছেন আরও ৯৩ হাজার ৪৫৮ জন। ফলে মোট সুস্থ হয়েছেন ১ কোটি ২৪ লাখ ২৬ হাজার ১৪৬ জন। আজ বুধবার ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভির প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে। প্রতিবেদনে বলা হয়েছে, সংক্রমণ সবচেয়ে বেশি মহারাষ্ট্রে। এরপর রয়েছে কেরালা, কর্ণাটক, তামিল নাড়ু, অন্ধ্রপ্রদেশ, দিল্লি ও উত্তর প্রদেশ। ভারতে এখন পর্যন্ত ১১ কোটির বেশি মানুষকে ভ্যাকসিন দেয়া হয়েছে বলেও এনডিটিভি প্রতিবেদনে জানানো হয়। গত বছরের ৩০ জানুয়ারি ভারতে প্রথম করোনা আক্রান্ত রোগী শনাক্ত হয়। জনস হপকিনস ইউনিভার্সিটির করোনাভাইরাস রিসোর্স সেন্টারের তথ্য অনুযায়ী, সংক্রমণের দিক থেকে বর্তমানে বিশ্বে ভারতের অবস্থান দুই নম্বরে। ভারতের আগে রয়েছে যুক্তরাষ্ট্র ও পরে ব্রাজিল।

বিডি২৪লাইভ ডট কম’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

পাঠকের মন্তব্য: