মধ্যরাতের বৃষ্টিতে ভিজলো রাজধানী

প্রকাশিত: ১৭ এপ্রিল ২০২১, ১০:৩২ এএম
রাতের নিস্তব্ধতা ভেঙে রাজধানীর বুকে শীতল অনুভূতি নিয়ে আসল এক পসলা বৃষ্টি। বৃষ্টির সাথে ধমকা হাওয়াও বইছিল। রাত দুটো থেকে শুরু হওয়া বৃষ্টি থেমে থেমো এখনো চলছে৷ ঢাকা ও এর আশেপাশের কিছু জেলা থেকে বৃষ্টির খবর পাওয়া গেছে। এর মধ্যে ঢাকা, ময়মনসিংহ, সিলেট, গাজীপুর, নরসিংদী ও কিশোরগঞ্জ উল্লেখযোগ্য। এদিকে, ঝড়বৃষ্টিতে বিদ্যমান তাপপ্রবাহ কিছুটা কমতে পারে বলেও জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর। রাজশাহী,পাবনা, মাদারীপুর, রাঙ্গামাটি, ফেনী ও মৌলভীবাজার অঞ্চলসহ খুলনা বিভাগের উপর দিয়ে মৃদু তাপপ্রবাহ বয়ে যাচ্ছে এবং তা কিছু কিছু এলকায় প্রশমিত হতে পারে। শুক্রবার (১৬ এপ্রিল) সকাল ৯টা থেকে পরবর্তী ২৪ ঘণ্টার আবহাওয়ার পূর্বাভাসে এ খবর জানানো হয়। পূর্বাভাসে বলা হয়েছে, যশোর ও কুষ্টিয়া অঞ্চলসহ ঢাকা, ময়মনসিংহ, রংপুর, চট্টগ্রাম ও সিলেট বিভাগের দু’এক জায়গায় অস্থায়ীভাবে দমকা বা ঝড়ো হাওয়াসহ বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টি হতে পারে। সেই সাথে কোথাও কোথাও বিক্ষিপ্তভাবে শিলা বৃষ্টি হতে পারে। এছাড়াও দেশের অন্যত্র অস্থায়ীভাবে আংশিক মেঘলা আকাশসহ আবহাওয়া প্রধানত শুষ্ক থাকতে পারে।

বিডি২৪লাইভ ডট কম’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

পাঠকের মন্তব্য: