চট্টগ্রামে একদিনে আরও ৭ মৃত্যু, শনাক্ত ৩০২

প্রকাশিত: ১৭ এপ্রিল ২০২১, ০৩:১৮ পিএম
রবিউল হোসেন রবি, চট্টগ্রাম থেকে: চট্টগ্রামে গত ২৪ ঘন্টায় এক হাজার ২৬টি নমুনা পরীক্ষায় করোনা পজিটিভ শনাক্ত হয়েছেন আরও ৩০২ জন। এদের মধ্যে নগরের ২২৬ জন এবং উপজেলার ৭৬ জন। এ নিয়ে এ ভাইরাসে মোট আক্রান্তের সংখ্যা দাঁড়াল ৪৬ হাজার ৬৮২ জনে। একইসময়ে এ ভাইরাসে আক্রান্ত হয়ে মৃত্যুবরণ করেছেন ৭ জন। যাদের মধ্যে চারজন নগরের এবং তিনজন উপজেলার। চট্টগ্রামে সর্বমোট ৪৫২ জনের মৃত্যু হল এ নিয়ে। শনিবার (১৭ এপ্রিল) চট্টগ্রাম জেলা সিভিল সার্জন কতৃক প্রকাশিত এক প্রতিবেদনে এসব তথ্য জানা যায়। প্রতিবেদনে বলা হয়, বাংলাদেশ ইনস্টিটিউট অব ট্রপিক্যাল অ্যান্ড ইনফেকশাস ডিজিজেজ (বিআইটিআইডি) ল্যাবে মোট ২৩২টি করোনার নমুনার বিপরীতে করোনা পজিটিভ শনাক্ত হয়েছে ৫০ জন। চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালে ১৭০ জনের নমুনা পরীক্ষায় মোট পজিটিভ শনাক্ত হয়েছেন ৯৩ জন। এদিকে চট্টগ্রাম ভেটেরিনারি ইউনিভার্সিটি ল্যাবে ৯৪ জনের, আগ্রাবাদ মা ও শিশু হাসপাতালে ২৫ জনের, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের (চবি) ল্যাবে ২১৭ জনের এবং ইম্পেরিয়াল হাসপাতালে ২৫৮ জনের নমুনা পরীক্ষা করা হয়। এতে ভেটেরিনারি ইউনিভার্সিটি ল্যাবে ৩০ জনের, চট্টগ্রাম মা ও শিশু হাসপাতালে ১২ জনের, চবি ল্যাবে ৭৬ জনের এবং ইম্পেরিয়ালে ৪১ জনের করোনা পজিটিভ শনাক্ত হয়েছে। এইদিন আর টি এল, শেভরন এবং কক্সবাজার মেডিকেল কলেজ ল্যাবে কোন করোনা পরীক্ষা হয়নি বলেও প্রকাশিত প্রতিবেদনে উল্লেখ করা হয়।

বিডি২৪লাইভ ডট কম’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

পাঠকের মন্তব্য: