সালথা তাণ্ডব: আসামী ছাড়ার কথা বলে টাকা দাবি করায় আটক ১

প্রকাশিত: ১৮ এপ্রিল ২০২১, ০৬:২৫ পিএম
ফরিদপুরের সালথায় সহিংস তান্ডবের ঘটনায় বাচ্চু শেখ (৪০) নামের এক ব্যক্তিকে আটক করে পুলিশ। তাকে পুলিশের কাছে থেকে ছাড়াতে তার মেয়ের কাছে ৫০ হাজার টাকা দাবি করেন সোনাপুর ইউনিয়নের সোহেল রানা (ফরহাদ মোল্যা) নামের এক ব্যক্তি। বিষয়টি জানার পর শুক্রবার রাতে সালথা থানা পুলিশ ফরহাদকে আটক করে থানায় নিয়ে আসে। সোনাপুর ইউপি চেয়ারম্যান খায়রুজ্জামান বাবু ঘটনার সত্যতা স্বীকার করে আজ রবিবার (১৮ এপ্রিল) বলেন, হামলার ঘটনায় শুক্রবার সকালে উপজেলার রংরায়েরকান্দী গ্রামের বাচ্চুকে আটক করে পুলিশ। পরে বাচ্চুকে পুলিশের কাছে থেকে ছাড়ানোর কথা বলে তার মেয়ের কাছে ৫০ হাজার টাকা দাবি করে ফরহাদ। বিষয়টি পুলিশ জানার পর তাকে আটক করে। তিনি বলেন, এছাড়া ফরহাদ নামের ওই ব্যক্তি পুলিশের কথা বলে একাধিক লোকের কাছে থেকে টাকা নিয়েছে বলে শুনেছি। এ বিষয় সালথা থানার ওসি আশিকুজ্জামান বলেন, প্রতারণার অভিযোগে ফরহাদকে আটক করে শনিবার আদালতে পাঠানো হয়েছে।

বিডি২৪লাইভ ডট কম’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

পাঠকের মন্তব্য: