সেহরির সময় জুয়া, ১৩ জুয়াড়ি আটক

প্রকাশিত: ১৯ এপ্রিল ২০২১, ১২:৩৯ এএম
টাঙ্গাইল শহরের পশ্চিম আকুর টাকুর পাড়াস্থ এসএস যুব সংঘের কার্যালয়ে সেহরির সময় জুয়া খেলার সময় ১৩ জুয়াড়িকে আটক করেছে র‌্যাব-১২। আজ রবিবার (১৮ এপ্রিল) ভোর পৌনে পাঁচটার দিকে (সেহরির পর) অভিযান চালিয়ে তাদের আটক করেন র‌্যাবের সদস্যরা। টাঙ্গাইল র‌্যাব-১২, সিপিসি-৩ এর ভারপ্রাপ্ত কোম্পানী কমান্ডার সহকারী পুলিশ সুপার এরশাদুর রহমান প্রেসবিজ্ঞপ্তির মাধ্যমে বিষয়টি নিশ্চিত করেছেন। গ্রেপ্তারকৃতরা হচ্ছেন- বেড়াডোমা এলাকার মৃত দেলু মিয়ার ছেলে মো. দুলাল মিয়া (২৫), মো. আবুল কাশেমের ছেলে মো. সোহেল মিয়া (৩০), মাইশা নন্দলাল এলাকার মৃত ইমান আলীর ছেলে মো. আমিনুল ইসলাম (২৫), পশ্চিম আকুর টাকুর পাড়ার মো. ইমান আলীর ছেলে উসমান গনি (২৮), মৃত কদম আলীর ছেলে মো. ফিরোজ মিয়া (৪৮), মো. সুজন মিয়ার ছেলে মো. রিফাত মিয়া (১৯), মো. ফজর বেপারীর ছেলে আব্দুর রহমান (২৫), মৃত উমর আলীর ছেলে মো. রানা মিয়া (২৬), আবুল হোসেনের ছেলে মো. ইমন মিয়া (২০), দুলাল চোহাংয়ের ছেলে রিপন চোহাং (২০), মো. হযরত বেপারীর ছেলে মো. আমিন কিময়া (২৪), আব্দুর রাজ্জাকের দুই ছেলে মো. শাকিল মিয়া (২৮) ও মো. শাওন মিয়া (১৯)। সিপিসি-৩ টাঙ্গাইলের ভারপ্রাপ্ত কোম্পানী কমান্ডার সহকারী পুলিশ সুপার মো. এরশাদুর রহমান জানান, গোপন সংবাদের ভিত্তিতে তারা জানতে পারেন পশ্চিম আকুরটাকুর পাড়ার এসএস যুব সংঘ নামে একটি সামাজিক-সাংস্কৃতিক সংগঠনের টিনসেড ঘরের ভেতরে প্রতিদিন ভোরে নিয়মিত তাস দিয়ে জুয়ার আসর চালানো হচ্ছে। র‌্যাবের গোয়েন্দা শাখার মাধ্যমে খবরের সত্যাসত্য যাচাই করে রোববার সেহরির পর অর্থাৎ ভোর পৌনে পাঁচটার দিকে র‌্যাবের একটি চৌকষ দল অভিযান চালায়। অভিযানকালে জুয়ার আসর থেকে একসেট তাস ও নগদ ১১ হাজার ৭৩০টাকা জব্দ এবং ১৩ জুয়াড়িকে আটক করা হয়। আটককৃতরা জব্দকৃত তাস দিয়ে জুয়া খেলার আসর চালানো হতো বলে স্বীকার করেছে। তিনি আরও জানান, আটককৃতদের নামে প্রকাশ্যে জুয়া খেলার অভিযোগে মামলা দায়ের পূর্বক টাঙ্গাইল সদর থানায় সোপর্দ করা হয়েছে।

বিডি২৪লাইভ ডট কম’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

পাঠকের মন্তব্য: