ভুট্টাক্ষেতে জুয়ার আসর, ৪ জুয়াড়ি গ্রেফতার

প্রকাশিত: ১৯ এপ্রিল ২০২১, ০৩:৩৫ এএম
দিনাজপুরের ঘোড়াঘাটে ভুট্টাক্ষেতে জুয়ার আসরে অভিযান চালিয়ে ৪ জুয়াড়িকে কারাদণ্ড দিয়েছে ভ্রাম্যমাণ আদালত। গতকাল শনিবার (১৭ এপ্রিল) রাতে গ্রেফতারের পর তাদের প্রত্যেককে দুই মাস করে কারাদণ্ড প্রদান করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা রাফিউল আলম। সাজাপ্রাপ্তরা হলেন, ঘোড়াঘাট পৌর এলাকার দক্ষিণ নয়াপাড়া গ্রামের শাহজাহান আলীর ছেলে মনির হোসেন (২৬), পশ্চিম নয়াপাড়া গ্রামের গোলজার হোসেনের ছেলে শরিফুল ইসলাম (২৭), কাদিমনগর গ্রামের ওয়াজেদ আলীর ছেলে ফেরদৌস মিয়া (৩৮) ও জমিলাপুর গ্রামের চাঁন মিয়ার ছেলে দুলু মিয়া (৩৮)। পুলিশ জানায়, ৯৯৯ নম্বরে এক ব্যক্তি ঘোড়াঘাট পৌর এলাকার মহুয়ারবাগ এলাকায় ভুট্টাক্ষেতে জুয়ার আসরের খবর দেন। পরে সেখানে অভিযান চালিয়ে চারজনকে হাতেনাতে আটক করে পুলিশ। এসময় আরও বেশ কয়েকজন পালিয়ে যান। পরে তাদের ভ্রাম্যমাণ আদালতে নিয়ে গেলে বিচারক তাদের প্রত্যেককে দুই মাসের কারাদণ্ড প্রদান করেন।

বিডি২৪লাইভ ডট কম’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

পাঠকের মন্তব্য: