আবারও ঝড়ের সম্ভাবনা, যা জানাল আবহাওয়া অফিস

প্রকাশিত: ১৯ এপ্রিল ২০২১, ০৫:৪৮ এএম
ঢাকা বিভাগসহ দেশের পাঁচ বিভাগে আগামী ২৪ ঘণ্টায় মধ্যে দমকা হাওয়ার সঙ্গে বজ্রবৃষ্টির সম্ভাবনা রয়েছে বলে জানিয়েছে আবহাওয়া অফিস। এছাড়াও কোথাও কোথাও ঝড়ের এই গতি ঘণ্টায় সর্বোচ্চ ৬০ কি.মি. পর্যন্ত হতে পারেও বলে জানিয়েছে তারা। আজ রোববার (১৮ এপ্রিল) এক বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানায়, বাংলাদেশ আবহাওয়া অধিদফতর। আবহাওয়া অফিস জানায়, এ সময়ে বৃষ্টি মানেই সঙ্গে ঝোড়ো হাওয়া থাকবে। কোথাও কোথাও বাতাসের গতি ঘণ্টায় ৬০ কিলোমিটার পার হবে। আর ৬০ কিলোমিটার গতি পার হলেই তাকে কালবৈশাখী ঝড় বলে চিহ্নিত করা হয়। আবহাওয়া অফিসের আগামী ২৪ ঘণ্টার পূর্বাভাসে বলা হয়েছে, দেশের ঢাকা, ময়মনসিংহ, রংপুর, চট্টগ্রাম ও সিলেট বিভাগের দুই-এক জায়গায় অস্থায়ীভাবে দমকা অথবা ঝোড়ো হাওয়াসহ বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টি হতে পারে। এছাড়া দেশের বিভিন্ন স্থানের আকাশ অস্থায়ীভাবে আংশিক মেঘলা থাকতে পারে। তবে আবহাওয়া প্রধানত শুষ্ক থাকার সম্ভাবনা রয়েছে।

বিডি২৪লাইভ ডট কম’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

পাঠকের মন্তব্য: