ভারতে এসে করোনা আক্রান্ত নেপালের সাবেক রাজা-রানী

প্রকাশিত: ২২ এপ্রিল ২০২১, ০৭:৫২ পিএম
কুম্ভমেলায় যোগ দিতে নেপালের সাবেক রাজা জ্ঞানেন্দ্র শাহ এবং রানী কোমল ভারত ভ্রমনে গিয়েছিলেন। গেল মঙ্গলবার (২০ এপ্রিল) তাদের করোনার পরীক্ষার রিপোর্ট পজিটিভ আসে। ভারত থেকে দেশে ফেরার পর বিমানবন্দরে তাদের স্বাগত জানাতে উপস্থিত ছিলেন কয়োক'শো মানুষ। রাজা-রানীর করোনা ধরা পড়ার পর তাদেরও পরীক্ষা করা হচ্ছে বলে জানানো হয়েছে। করোনাভাইরাসের ভয়াবহ পরিস্থিতির মধ্যেই ভারতে ১লা এপ্রিল থেকে শুরু হয়েছে কুম্ভমেলা। করোনায় বিশ্বের সবচেয়ে খারাপ পরিস্থিতির মধ্যে এই মেলা আয়োজন নিয়ে সমালোচনা চলছে। কুম্ভমেলায় একের পর এক আখড়ায় করোনা ধরা পড়ছে। এমনকী কুম্ভ থেকে ফিরলেই বাধ্যতামূলকভাবে করোনা পরীক্ষার কথাও বলেছে কয়েকটি রাজ্য।

বিডি২৪লাইভ ডট কম’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

পাঠকের মন্তব্য: