দেশে ২৪ ঘন্টায় করোনায় মৃত্যু সংখ্যা বাড়ল, শনাক্ত ৪,০১৪

প্রকাশিত: ২২ এপ্রিল ২০২১, ১০:৪১ পিএম
দেশে গত ২৪  ঘণ্টায় করোনায় আরো ৯৮ জনের মৃত্যু হয়েছে। এ নিয়ে মৃতের সংখ্যা দাঁড়ালো ১০ হাজার ৭৮১ জনে। নতুন করে রোগী শনাক্ত হয়েছে ৪০১৪ জন। মোট শনাক্ত ৭ লাখ ৩৬ হাজার ৭৪ জনে দাঁড়িয়েছে। ২৪ ঘণ্টায়  ৭ হাজার ২৬৬ জন এবং এখন পর্যন্ত ৬ লাখ ৪২ হাজার ৪৪৯ জন সুস্থ হয়ে উঠেছেন। বৃহস্পতিবার (২২ এপ্রিল) স্বাস্থ্য অধিদফতর থেকে পাঠানো করোনাবিষয়ক নিয়মিত সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়েছে। এতে আরো জানানো হয়, ৩৪৯টি পরীক্ষাগারে গত ২৪ ঘণ্টায় ২৭ হাজার ৭৮৭টি নমুনা সংগ্রহ এবং ২৭ হাজার ৪২৯টি নমুনা পরীক্ষা করা হয়েছে। এখন পর্যন্ত ৫২ লাখ ৭৭ হাজার ১১২টি নমুনা পরীক্ষা করা হয়েছে। ২৪ ঘণ্টায় শনাক্তের হার ১৪ দশমিক ৬৩ শতাংশ। শনাক্ত বিবেচনায় সুস্থতার হার ৮৭ দশমিক ২৮ শতাংশ এবং শনাক্ত বিবেচনায় মৃত্যুর হার ১ দশমিক ৪৬ শতাংশ।।

বিডি২৪লাইভ ডট কম’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

পাঠকের মন্তব্য: