শেরপুরে আগুনে পুড়ে ২১ দোকান ছাই

প্রকাশিত: ২৫ এপ্রিল ২০২১, ০২:৩৫ এএম
শেরপুরের শ্রীবরদীতে আগুনে পুড়ে ছাই হয়েছে ২১ দোকান। আজ শনিবার (২৪ এপ্রিল) সাড়ে ১২ টার দিকে উপজেলার কর্ণঝোড়া বাজারের শাহিন মিয়ার লেপ তোষকের দোকান থেকে আগুনের সূত্রপাত হয়। ফায়ার সার্ভিস ও স্থানীয় লোকজন আগুন নিয়ন্ত্রনে এনেছে। এতে ক্ষয় ক্ষতির পরিমাণ প্রায় অর্ধকোটি টাকা। এলাকাবাসী সুত্রে জানা গেছে, শনিবার সাড়ে ১২টার দিকে শাহিন মিয়ার লেপ তোষকের দোকানের বিদ্যুতের শর্ট সার্কিট থেকে আগুনের সূত্রপাত হয়। মুহুর্তেই আগুনের লেলিহান শিখা ছড়িয়ে পড়ে ২১ দোকান পুড়ে ভষ্মিভুত হয়েছে। এদের মধ্যে আব্দুল মালেকের কাপড়ের দোকান, কাপড়ের দোকান রফিক মিয়া, আব্দুল মতিন দর্জির দোকান, ছামিউল হক লেপ তোষকের দোকান, শাহিন লেপ তোষকের, নুরে আলম মুদির দোকান, মজনু জুতার দোকান, এরশাদ সারের দোকান, কুদ্দুস সারের দোকান, রুবেল মিয়া জুতার দোকান, ইব্রাহিমের পানের দোকানসহ ২১ টি দোকান পুড়ে ছাই হয়েছে। ঘটনার খবর পেয়ে উপজেলা নির্বাহী অফিসার নিলুফা আক্তার ঘটনাস্থল পরিদর্শণ করেছেন। তিনি বলেন, ক্ষতিগ্রস্থ্য দোকান মালিকদের নামের তালিকা করা হয়েছে।

বিডি২৪লাইভ ডট কম’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

পাঠকের মন্তব্য: