কক্সবাজারে ফস‌লি জ‌মি থে‌কে মাটি কাটার দায়ে অর্থ জরিমানা

প্রকাশিত: ২৫ এপ্রিল ২০২১, ০৩:২৭ এএম
কক্সবাজার সদরের পিএমখালীতে ফস‌লি জ‌মি থে‌কে মা‌টি কাটার অপরা‌ধে স্কেবেটর জব্দ ক‌রে‌ছে ভ্রাম্যমাণ আদালত। এ সময় মা‌টি কাটার সা‌থে জ‌ড়িত একজনকে ৫০ হাজার টাকা জ‌রিমানা করা হয়। আজ শনিবার (২৪ এপ্রিল) বিকালে ইউনিয়নের চেরাংঘর ও গোলার পাড়া এলাকায় অভিযান পরিচালনা করেন সদর উপজেলার সহকারী কমিশনার (ভূমি) নু-এমং মারমা মং। তিনি জানান, অভিযানের সময় ইট প্রস্তুতের জন্যে কৃষি জমি হতে অবৈধভাবে মাটি কাটার দায়ে এক ব্যক্তিকে ৫০ টাকা জরিমানা করা হয় এবং মাটি কাটার এক্সেভেটর জব্দ করা হয়। এ সময় ফসলি জমির মাটি কাটার বিষয়ে অপরাধ স্বীকার করেন ওই ব্যক্তি। তাই তাকে আইনের আওতায় এনে ব্যবহৃত স্কেবেটর জব্দ করে সিলগালা করে স্থানীয় চেয়ারম্যানের জিম্মায় দেওয়া হয়। নু-এমং মারমা মং আরো জানান, ফসলি জমির উপরিভাগের টপ সয়েল ফসল উৎপাদনের জন্য গুরুত্বপূর্ণ। ইট ভাটাগুলো সে মাটিই কেটে নিয়ে যায়। এ মাটি কাটা অন্যায়। জমির এ মাটি কাটার কারণে ফসল উৎপাদনে বিপর্যয় নেমে আসে। ফসলি জমির টপ সয়েল রক্ষায় উপজেলা প্রশাসনের এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।

বিডি২৪লাইভ ডট কম’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

পাঠকের মন্তব্য: