রাবি’র সেই মর্টার শেলটি বিষ্ফোরণ ঘটিয়ে নিষ্ক্রিয় করা হলো

প্রকাশিত: ২৮ এপ্রিল ২০২১, ১১:৪০ পিএম
রাজশাহী বিশ্ববিদ্যালয়ে বধ্যভূমির পাশে ১৯৭১ সালের যুদ্ধকালীন সময়ের পাওয়া মর্টার শেলটি আজ বুধবার (২৮ এপ্রিল) দুপুরে বিষ্ফোরণ ঘটিয়ে নিষ্ক্রিয় করেছে সেনাবাহিনীর বোমা নিষ্ক্রিয়কারী দল। গতকাল খননকৃত পুকুর থেকে মাটি তুলতে গিয়ে পাওয়া মর্টার শেলটি র‌্যাবের সদস্যরা পরীক্ষার পর স্থানটি ঘিরে রাখে। আজ দুপুরে বগুড়া সেনানিবাস থেকে বোমা নিষ্ক্রিয়কারী একটি দল ঘটনাস্থলে এসে নিরাপদ দুরত্বে নিয়ে শেলটি বিষ্ফোরণ ঘটায়। এসময় প্রচন্ড শব্দে চারপাশ কম্পিত হয়ে ওঠে। রাজশাহী বিশ্ববিদ্যালয়ের প্রক্টর লুৎফর রহমান জানান, মুক্তিযুদ্ধের সময়কালের এই ধরনের আরও মর্টার শেল এ স্থানটিতে থাকতে পারে, তারা বোমা নিষ্ক্রিয়কারী দলটিকে অুনরোধ জানাবেন স্থানটি পরীক্ষা নিরিক্ষা করে দেখবার জন্য। শহীদ ড. শামসুজ্জোহা হলের পাশে সম্প্রতি ১০ বিঘা আয়তনের একটি পুকুর খননের উদ্যোগ নেয় বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। সেখানে যুদ্ধের সময় পাকিস্তানী বাহিনীর ক্যাম্প থাকায় এমন মারনাষ্ত্র বের হয়ে এসে থাকতে পারে বলে ধারণা করছেন তিনি।

বিডি২৪লাইভ ডট কম’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

পাঠকের মন্তব্য: