বরগুনায় করোনায় ক্ষতিগ্রস্তদের প্রধানমন্ত্রীর উপহার

প্রকাশিত: ২৯ এপ্রিল ২০২১, ১২:২৪ এএম
বরগুনায় করোনাভাইরাস বিস্তার রোধে বিধি নিষেধ আরোপের ফলে ক্ষতিগ্রস্ত মানুষের জন্য প্রধানমন্ত্রী শেখ হাসিনার উপহার সামগ্রী বিতরণ করেছে বরগুনা জেলা প্রশাসক। আজ বুধবার (২৮ এপ্রিল) বিকেল ৩ টায় বরগুনার সার্কিট হাউজ মাঠে বাস মালিক শ্রমিক, তৃতীয় লিঙ্গের হিজরা ও মুক্তিযোদ্ধাসহ ৪ শতাধিক পরিবারের মাঝে এই উপহার সামগ্রী বিতরণ করা হয়। উপহার সামগ্রীর মধ্যে রয়েছে ১০ কেজি চাল,২ কেজি আলু,১ লিটার সয়াবিন তৈল,১ কেজি মুসুরির ডাল, ১ কেজি পিয়াজ ও ১ কেজি চিনি। উপহার সামগ্রী বিতরণের সময় উপস্থিত ছিলেন, বরগুনার জেলা প্রশাসক হাবিবুর রহমান, পুলিশ সুপার জাহাঙ্গীর মল্লিক, বরগুনা জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আলহাজ্ব মোঃ জাহাঙ্গীর কবির, পৌর মেয়র অ্যাডভোকেট কামরুল আহসান মহারাজ ও উপজেলা নিবার্হী কর্মকর্তা মাসুমা আক্তার প্রমুখ। জেলা প্রশাসক হাবিবুর রহমান বলেন, করোনা ভাইরাসের কারণে ক্ষতিগ্রস্ত হয়ে পড়েছে খেটে খাওয়া মানুষগুলো তাই প্রধানমন্ত্রী শেখ হাসিনার উপহার সামগ্রী ক্ষতিগ্রস্ত পরিবারদের হাতে তুলে দিতে পেরে সত্যিই আমরা আনন্দিত। তবে আমরা পর্যায়ক্রমে এই উপহার সামগ্রী সর্বস্তরের মানুষকে দেওয়ার চেষ্টা করবো। এ ছাড়াও আমাদের একটি কন্ট্রোল রুমের নাম্বার খোলা রয়েছে যারা অনাহারে থাকবে তারা আমাদেরকে জানালেই সাথে সাথে উপহার সামগ্রী নিয়ে তাদের কাছে ছুটে যাবো।

বিডি২৪লাইভ ডট কম’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

পাঠকের মন্তব্য: