জুড়ীতে মুক্তিযোদ্ধাদের বাড়িতে মন্ত্রীপুত্র জাকির হোসেন জুমনের ঈদ উপহার

প্রকাশিত: ০৭ মে ২০২১, ০৬:৪১ এএম
মৌলভীবাজার জেলার জুড়ীতে মুক্তিযোদ্ধাদের বাড়িতে বন, পরিবেশ ও জলবায়ু পরিবর্তন মন্ত্রীর পুত্র জাকির হোসেন জুমনের পক্ষ থেকে ঈদ উপহার হিসেবে খাদ্য সামগ্রী পৌঁছে দেওয়া হয়। উপজেলার ২০ জন মুক্তিযোদ্ধার বাড়িতে ১০ কেজি করে চাল,৫ কেজি আলু, ৩ কেজি পিঁয়াজ, তেল ১ লিটার, ডাল ১ কেজি, ১ কেজি চিনি ও ১ কেজি করে সেমাই প্যাকেট জাত করে বাড়িতে বাড়িতে পৌঁছে দেওয়া হয়। জাকির হোসেন জুমনের পক্ষে উপজেলা ছাত্রলীগের সভাপতি শাহাব উদ্দিন সাবেল, সাধারণ সম্পাদক ইকবাল ভূঁইয়া উজ্জল, কলেজ ছাত্রলীগের সভাপতি আশফাক আহমদ আদনান, জায়ফরনগর ইউনিয়ন ছাত্রলীগের সভাপতি সাইদুল ইসলাম, ছাত্রলীগ নেতা হুমায়ুন রশিদ , আল আমিন খান, হাবিবুর রহমান জয়, মারুফ সব আরও অনেকে মুক্তিযোদ্ধাদের বাড়িতে বাড়িতে গিয়ে খাদ্য সামগ্রী পৌঁছে দেন।

বিডি২৪লাইভ ডট কম’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

পাঠকের মন্তব্য: